নয়াদিল্লি, 18 মে : আজ দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আগাম জামিনের শুনানি করবে নয়াদিল্লির রোহিনী আদালত ৷ এদিকে সোমবার সুশীল কুমারকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ ৷ সুশীলের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে 1 লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানাল ৷
মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রাণা মৃত্যুর পর থেকেই ফেরার দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রজু করেছে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রাণার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ যদিও তার আগে সুশীলের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয় ৷
তাঁর বাড়িতে হানা দিয়েও পুলিশ সুশীলকে ধরতে পারেনি ৷ পুলিশের অনুমান, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়েছেন সুশীল ৷ তাঁকে ধরার জন্য দিল্লিসহ আশে পাশের রাজ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷