পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কষ্ট হলেও মেয়ের অবসর সঠিক, কঠিনতম সিদ্ধান্তে মা'কে পাশে পেলেন সাক্ষী

Sakshi Malik's Mother Sudesh Malik Supports Daughters' Retirement Decision: মেয়ের অবসর ঘোষণার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন ৷ কিন্তু, তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সাক্ষী মালিকের মা সুদেশ মালিক ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:16 PM IST

রোহতাক, 23 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের শীর্ষপদ অর্থাৎ, প্রেসিডেন্ট পদে দায়িত্বগ্রহণ করেছেন সঞ্জয় কুমার সিং ৷ তবে, তাঁর নির্বাচনে জয়ে ভোট প্রক্রিয়ায় অনৈতিকতার অভিযোগ তুলেছেন সাক্ষী মালিক-সহ একাধিক কুস্তিগীর ৷ তাঁদের অভিযোগ, ডব্লিউএফআই প্রেসিডেন্ট পদে বসা সঞ্জয় কুমার সিং, ব্রিজভূষণ শরণ সিংয়ের অনুগত ৷ যার প্রতিবাদে সাক্ষী মালিক গত বৃহস্পতিবার কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ৷ আর মেয়ের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করলেন, তাঁর মা সুদেশ সিং ৷

সাক্ষীর মা জানান, তাঁর মেয়ের অবসর ঘোষণার কোনও পরিকল্পনা ছিল না ৷ তাঁদের মেয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন, তা ভাবতেও পারেননি সুদেশ সিং ৷ তবে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে যে সিদ্ধান্ত তাঁর মেয়ে নিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন রয়েছে মায়ের ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগকে সমর্থন করেছেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ সুদেশ মালিকের অভিযোগ, তাঁর মেয়ে যথেষ্ঠ কঠিন লড়াই লড়েছেন ৷ কিন্তু, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁর কথা রাখেননি ৷ ফলে আশানুরূপ ফল আন্দোলকারী কুস্তিগীররা পাননি ৷

তিনি বলেন, ‘‘আমি আশা করিনি ওর অবসরের ঘোষণা এভাবে হবে ৷ তাঁরা কুস্তির সঙ্গে জড়িত সকলের এবং ফেডারেশনের উন্নতির স্বার্থে লড়াই করছিলেন ৷ এমনকি অনুরাগ ঠাকুর ওদের 4-5 বার আলোচনার জন্য ডেকেছিলেন ৷ সেখানে তিনি আশ্বাস দিয়েছিলেন, সুবিচার হবে ৷ কিন্তু, পরবর্তী সময়ে সিদ্ধান্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের পক্ষে গেল ৷ আর সেই কারণেই ও খেলা থেকে অবসর ঘোষণা করল ৷’’

সুদেশ মালিকের কথায়, ‘‘ওর অবসর ঘোষণা কখনই পরিকল্পিত ছিল না ৷ ও অলিম্পিকসে অন্তত একটা সোনার পদক জিততে চেয়েছিল ৷ আর সেই লক্ষ্যে ও অনেকটা সময় ও পরিশ্রম করেছে নিজেকে প্রস্তুত করতে ৷ কিন্তু, ওর অবসরের সিদ্ধান্ত শুধুমাত্র সঞ্জয় সিং ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচত হওয়ার পরেই এসেছে ৷ সাক্ষী এটাও জানিয়েছে যে, ওর কুস্তির ম্যাটে নামার কোনও অধিকার নেই ৷ যেখানে ও ব্রীজভূষণের মতো মানুষের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছে ৷’’

আরও পড়ুন:

  1. ব্রিজ ভূষণের অনুগামী ডব্লিউএফআই প্রধান, প্রতিবাদে কুস্তি ছেড়ে দিলেন সাক্ষী
  2. ভারতের কুস্তি ফেডারেশনের নয়া সভাপতি ব্রিজভূষণের অনুগামী সঞ্জয় সিং

ABOUT THE AUTHOR

...view details