রোহতাক, 23 ডিসেম্বর: ভারতের কুস্তি ফেডারেশনের শীর্ষপদ অর্থাৎ, প্রেসিডেন্ট পদে দায়িত্বগ্রহণ করেছেন সঞ্জয় কুমার সিং ৷ তবে, তাঁর নির্বাচনে জয়ে ভোট প্রক্রিয়ায় অনৈতিকতার অভিযোগ তুলেছেন সাক্ষী মালিক-সহ একাধিক কুস্তিগীর ৷ তাঁদের অভিযোগ, ডব্লিউএফআই প্রেসিডেন্ট পদে বসা সঞ্জয় কুমার সিং, ব্রিজভূষণ শরণ সিংয়ের অনুগত ৷ যার প্রতিবাদে সাক্ষী মালিক গত বৃহস্পতিবার কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ৷ আর মেয়ের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করলেন, তাঁর মা সুদেশ সিং ৷
সাক্ষীর মা জানান, তাঁর মেয়ের অবসর ঘোষণার কোনও পরিকল্পনা ছিল না ৷ তাঁদের মেয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন, তা ভাবতেও পারেননি সুদেশ সিং ৷ তবে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে যে সিদ্ধান্ত তাঁর মেয়ে নিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন রয়েছে মায়ের ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতের কুস্তি ফেডারেশনের নির্বাচনে বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগকে সমর্থন করেছেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ সুদেশ মালিকের অভিযোগ, তাঁর মেয়ে যথেষ্ঠ কঠিন লড়াই লড়েছেন ৷ কিন্তু, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁর কথা রাখেননি ৷ ফলে আশানুরূপ ফল আন্দোলকারী কুস্তিগীররা পাননি ৷