নয়াদিল্লি, 12 অগস্ট : অলিম্পিকসে সোনার পদকের ছোঁয়ায় ব়্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হল জ্যাভলিন থ্রোয়ার নীরজের চোপড়ার ৷ ছেলেদের জ্যাভলিন থ্রো-এর বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দুই নম্বরে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে ৷ তাঁর সামনে শুধু রয়েছেন জার্মানির জোহানেস ভেট্টর ৷ জার্মান অ্যাথলিটের পর বিশ্বের দ্বিতীয় সেরা জ্যাভলিন থ্রোয়ার এখন ভারতের নীরজ চোপড়া ৷
অলিম্পিকসে অসাধারণ পারফর্ম করে সোনার পদক জিতেছেন নীরজ ৷ ফাইনালে তাঁর সেরা থ্রো 87.58 মিটার ৷ স্কোর করেছেন 1315 ৷ এই স্কোরের জন্য ক্রমতালিকায় এক লাফে 14 নম্বর থেকে 2 নম্বরে উঠে এসেছেন নীরজ ৷ তবে অলিম্পিকসে পারফরম্যান্স ভাল না হলেও ক্রমতালিকায় হেরফের হয়নি জার্মানির জোহানেস ভেট্টরের ৷ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সম্প্রতি যে ক্রমতালিকা বের করেছে তাতে 1396 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভেট্টর ৷