পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra : এক লাফে দুইয়ে, সোনার পরশে তরতর করে এগোচ্ছেন নীরজ - দুই নম্বরে উঠে এলেন নীরজ

অলিম্পিকসে সোনা জেতার পর বিশ্ব জ্যাভলিন থ্রো-র ক্রমতালিকায় ব্যপক উন্নতি হল নীরজ চোপড়ার ৷ বিশ্বের দ্বিতীয় সেরা জ্যাভলিন থ্রোয়ার এখন 23 বছরের নীরজ ৷

Neeraj Chopra
Neeraj Chopra

By

Published : Aug 12, 2021, 9:38 AM IST

নয়াদিল্লি, 12 অগস্ট : অলিম্পিকসে সোনার পদকের ছোঁয়ায় ব়্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হল জ্যাভলিন থ্রোয়ার নীরজের চোপড়ার ৷ ছেলেদের জ্যাভলিন থ্রো-এর বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দুই নম্বরে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে ৷ তাঁর সামনে শুধু রয়েছেন জার্মানির জোহানেস ভেট্টর ৷ জার্মান অ্যাথলিটের পর বিশ্বের দ্বিতীয় সেরা জ্যাভলিন থ্রোয়ার এখন ভারতের নীরজ চোপড়া ৷

অলিম্পিকসে অসাধারণ পারফর্ম করে সোনার পদক জিতেছেন নীরজ ৷ ফাইনালে তাঁর সেরা থ্রো 87.58 মিটার ৷ স্কোর করেছেন 1315 ৷ এই স্কোরের জন্য ক্রমতালিকায় এক লাফে 14 নম্বর থেকে 2 নম্বরে উঠে এসেছেন নীরজ ৷ তবে অলিম্পিকসে পারফরম্যান্স ভাল না হলেও ক্রমতালিকায় হেরফের হয়নি জার্মানির জোহানেস ভেট্টরের ৷ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সম্প্রতি যে ক্রমতালিকা বের করেছে তাতে 1396 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভেট্টর ৷

আরও পড়ুন :Ind vs Eng : ক্রিকেটের মক্কায় আজ দ্বিতীয় টেস্ট, দুটি দলেই হচ্ছে একাধিক পরিবর্তন

ক্রমতালিকায় উন্নতি ছাড়াও বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার থেকে বিশেষ সম্মান পেয়েছেন নীরজ ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের 10টি 'ম্যাজিকাল মোমেন্টস'-এর মধ্যে একটি হল টোকিয়ো অলিম্পিকসে নীরজের সোনা জয়ের মুহূর্ত ৷ বিশ্ব অ্যাথলেটিক্সের ওয়েবসাইটে নীরজ সম্পর্কে লেখা রয়েছে, "অলিম্পিকসের আগে খুব কম ক্রীড়াপ্রেমীই নীরজ চোপড়ার নাম শুনেছেন ৷ কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথমবার অলিম্পিকসে সোনা জয়ের পর নীরজের পরিচিতি আকাশ ছুঁয়েছে ৷" টোকিয়ো অলিম্পিকসের আগে ইনস্টাগ্রামে নীরজের ফলোয়ার সংখ্যা ছিল 1 লাখ 43 হাজার ৷ বর্তমানে তা 3.2 মিলিয়নে দাঁড়িয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details