পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra Exclusive Interview: এশিয়াডের পর অলিম্পিক্সে পদক দখলে রাখাই লক্ষ্য নীরজের

Asian Games Gold Medalist Neeraj Chopra: অলিম্পিক্সে সোনা ধরে রাখাই পরবর্তী লক্ষ্য সদ্য এশিয়াডে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়ার ৷ দেশে ফিরে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে একথাই জানালেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ৷

Image Courtesy: Neeraj Twitter/X
Image Courtesy: Neeraj Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 8:05 PM IST

Updated : Oct 7, 2023, 8:23 PM IST

এশিয়াডে সোনা জয়ের পর বাড়িতে ফিরেই ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকার নীরজের

পানিপথ, 7 অক্টোবর:প্রথমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, তারপর এশিয়াড ৷ জ্যাভলিনে সোনা জয়ের পর নীরজ চোপড়া পৌঁছে গেলেন নিজের গ্রাম খান্দারায় ৷ সেখানে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ৷ জানালেন, একজন খেলোয়াড়ের জীবনে সংগ্রাম নয়, কঠোর পরিশ্রম থাকা উচিত ৷ পরিশ্রম করলেই সফলতা আসে ৷ তাঁর কথায়, ‘‘এখন আবার একই পদক জিততে হবে, যা আগে জিতেছি ৷ আর তার শুরুটা হয়েছে এশিয়াডে স্বর্ণপদক জিতে ৷ আবারও অলিম্পিকে স্বর্ণপদক জেতাই আমার লক্ষ্য ৷’’ 2021 টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে দেশকে সোনা এনে দেন হরিয়ানার এই সুদর্শন যুবক ৷

খেলা পরিবর্তন করে কখনও সাফল্য আসে না ক্রীড়াবিদের: অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জেতার পর হরিয়ানা-সহ সারা দেশে জ্যাভলিন থ্রো নিয়ে চর্চা শুরু হয় ৷ অনেক খেলোয়াড় তাঁদের খেলার ফিল্ড বদলে জ্যাভলিন থ্রো-তে তাদের ভাগ্য পরীক্ষা শুরু করেন ৷ যা নিয়ে নীরজের মত, ‘‘আমি জ্যাভলিনে জেতার পর এমনটা হয়েছে ৷ কিন্তু, ছেলেমেয়েরা যেন তাঁদের আগের খেলা বা পেশাকে ছেড়ে না-দেয় ৷ প্রতিটি খেলাই ভালো, তবে সেখানে উন্নতি করতে বেশি সময় দিতে হবে ৷ খেলা পরিবর্তন করে দিলেই সফলতা আসে না ৷’’

আর সেই সঙ্গে কঠোর পরিশ্রমের ওপর জোর দেন নীরজ চোপড়া ৷ তাঁর মতে, নিরন্তর পরিশ্রম করলেই সফলতা পাওয়া সম্ভব ৷ তাই তিনি বলেন, ‘‘একজন খেলোয়াড়ের জীবনে কঠোর পরিশ্রম ছাড়া আর কিছুই নেই ৷ পরিশ্রম করতে থাকলে, সাফল্য আসবেই ৷’’

স্বপ্ন দেশের গৌরব বাড়ানো: নীরজ চোপড়া এমন একজন খেলোয়াড়, যিনি এশিয়ান গেমস থেকে অলিম্পিকস পর্যন্ত সর্বত্র জয়ের পতাকা তুলেছেন ৷ এই মুহূর্তে নীরজের দখলে অলিম্পিক্স গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং এশিয়াড ৷ এই চারটি সেরা ক্ষেত্রে সোনার পদক রয়েছে পনিপথের এই তরুণের ঝুলিতে ৷ যা ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এক ঐতিহাসিক সাফল্য ৷

নীরজ এ বিষয়ে বলেন, ‘‘একজন খেলোয়াড়ের স্বপ্ন দেশের প্রতিনিধিত্ব করা এবং দেশকে গৌরব এনে দেওয়া ৷ এর জন্য একজন খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করতে থাকেন ৷ সঙ্গে নিজের উপর বিশ্বাস রাখলে, সেই বিশ্বাসের ফল পাওয়া যায় ৷’’ নীরজ একটি যৌথ পরিবার থেকে এসেছেন ৷ তাঁর পরিবারের সকল সদস্য একসঙ্গে থাকেন ৷ তাই তিনি জানান, জীবনে কখনও একাকিত্ব কী, সেটা অনুভব করেননি ৷ তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতেই ভালোবাসেন ৷

আরও পড়ুন:ইডেনে স্পোর্টিং উইকেট পাবে সব দল, জানালেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়

আগামী প্রজন্মকে খেলাধুলার জন্য সময় বের করতেই হবে: ইটিভি ভারতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন নীরজ চোপড়া ৷ তিনি বলেন, ‘‘বাচ্চাদের তাদের পছন্দের কাজ করা উচিত ৷ লেখাপড়ায় ভালো হলে, মন দিয়ে পড়াশোনা করা উচিত ৷ সেই সঙ্গে অবশ্যই তাদের জীবনে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে ৷ সুযোগ পেলেই খেলা উচিত ৷ খেললে শরীরের ফিটনেস বজায় থাকে ৷ আপনি ফিট থাকলে প্রতিটি কাজেই আপনার উৎসাহ থাকবে, শক্তি পাবেন ৷’’

এবার কয়েকদিনের বিশ্রাম ৷ এর পরেই তিনি আগামী বছর হতে চলা প্যারিস অলিম্পিক্স গেমসের প্রস্তুতিতে নেমে পড়বেন ৷ আরও বেশি শক্তি বাড়িয়ে এবং উৎসাহের সঙ্গে অলিম্পিক্সের আসরে সোনার পদক ধরে রাখাই লক্ষ্য এখন ভারতের 'সোনার ছেলের' ৷

Last Updated : Oct 7, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details