পানিপথ, 7 অক্টোবর:প্রথমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, তারপর এশিয়াড ৷ জ্যাভলিনে সোনা জয়ের পর নীরজ চোপড়া পৌঁছে গেলেন নিজের গ্রাম খান্দারায় ৷ সেখানে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ৷ জানালেন, একজন খেলোয়াড়ের জীবনে সংগ্রাম নয়, কঠোর পরিশ্রম থাকা উচিত ৷ পরিশ্রম করলেই সফলতা আসে ৷ তাঁর কথায়, ‘‘এখন আবার একই পদক জিততে হবে, যা আগে জিতেছি ৷ আর তার শুরুটা হয়েছে এশিয়াডে স্বর্ণপদক জিতে ৷ আবারও অলিম্পিকে স্বর্ণপদক জেতাই আমার লক্ষ্য ৷’’ 2021 টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে দেশকে সোনা এনে দেন হরিয়ানার এই সুদর্শন যুবক ৷
খেলা পরিবর্তন করে কখনও সাফল্য আসে না ক্রীড়াবিদের: অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জেতার পর হরিয়ানা-সহ সারা দেশে জ্যাভলিন থ্রো নিয়ে চর্চা শুরু হয় ৷ অনেক খেলোয়াড় তাঁদের খেলার ফিল্ড বদলে জ্যাভলিন থ্রো-তে তাদের ভাগ্য পরীক্ষা শুরু করেন ৷ যা নিয়ে নীরজের মত, ‘‘আমি জ্যাভলিনে জেতার পর এমনটা হয়েছে ৷ কিন্তু, ছেলেমেয়েরা যেন তাঁদের আগের খেলা বা পেশাকে ছেড়ে না-দেয় ৷ প্রতিটি খেলাই ভালো, তবে সেখানে উন্নতি করতে বেশি সময় দিতে হবে ৷ খেলা পরিবর্তন করে দিলেই সফলতা আসে না ৷’’
আর সেই সঙ্গে কঠোর পরিশ্রমের ওপর জোর দেন নীরজ চোপড়া ৷ তাঁর মতে, নিরন্তর পরিশ্রম করলেই সফলতা পাওয়া সম্ভব ৷ তাই তিনি বলেন, ‘‘একজন খেলোয়াড়ের জীবনে কঠোর পরিশ্রম ছাড়া আর কিছুই নেই ৷ পরিশ্রম করতে থাকলে, সাফল্য আসবেই ৷’’
স্বপ্ন দেশের গৌরব বাড়ানো: নীরজ চোপড়া এমন একজন খেলোয়াড়, যিনি এশিয়ান গেমস থেকে অলিম্পিকস পর্যন্ত সর্বত্র জয়ের পতাকা তুলেছেন ৷ এই মুহূর্তে নীরজের দখলে অলিম্পিক্স গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং এশিয়াড ৷ এই চারটি সেরা ক্ষেত্রে সোনার পদক রয়েছে পনিপথের এই তরুণের ঝুলিতে ৷ যা ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এক ঐতিহাসিক সাফল্য ৷