নয়াদিল্লি, 4 জুন: ডোপ টেস্টে ব্যর্থ, সাময়িকভাবে সাসপেন্ড করা হল ভারতীয় কুস্তিগীর সুমিত মালিককে ৷ টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনা সামনে আসাতে বেশ অস্বস্তিতে অলিম্পিকমুখী ভারতীয় শিবির ৷ সম্প্রতি যোগ্যতা নির্ণায়ক ম্যাচে বুলগেরিয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয় ৷
এই নিয়ে পরপর দু’বার, অলিম্পিক্স শুরুর আগে ভারতীয় কুস্তিগীর ডোপ টেস্টে ব্যর্থ হলেন ৷ 2016-র রিও অলিম্পিক্সের আগে ভারতীয় কুস্তিগীর নরসিং পঞ্চম যাদব ডোপ টেস্টে ব্যর্থ হন ৷ তাঁকে 4 বছরের জন্য নির্বাসন দেওয়া হয় ৷
2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন সুমিত মালিক ৷ বুলগেরিয়াতে টোকিও অলিম্পিক্সে 125 কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ 23 জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্সে সোনা জয়ই লক্ষ্য ছিল ভারতীয় এই কুস্তিগীরের ৷