নয়াদিল্লি, 30 জুন : হাতে আর একমাসও সময় নেই ৷ টোকিয়োগামী বিমানে আর কয়েকদিন পরই উঠবেন দেশের দুই কুস্তিগীর রবি দাহিয়া এবং দীপক পুনিয়া ৷ শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই সুখবর পেলেন দুজন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী রবি ও দীপকের নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠাল ভারতীয় কুস্তি ফেডারেশন ৷ একইসঙ্গে অংশু মালিক ও মহিলা কুস্তিগীর সরিতা মোর-এর নাম পাঠিয়েছে ফেডারেশন ৷
2019 সালে কাজাখস্তানের নূর সুলতানে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জেতেন দীপক পুনিয়া ৷ একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে টোকিয়োর টিকিট পাকা করেন রবি দাহিয়া ৷ 57 কেজি বিভাগে পদক জয়ের অন্যতম দাবিদার পুনিয়া ৷ অলিম্পিকসে এই বিভাগের চতুর্থ বাছাই তিনি ৷ সম্প্রতি পোল্যান্ড ওপেনে রুপোর পদক জিতেছেন দীপক পুনিয়া ৷ অর্জুনের জন্য 19 বছরের অংশু মালিকের নাম পাঠিয়েছে ডব্লিউএফআই ৷ গতবছর সিনিয়র সার্কিটে প্রবেশ করার পর ছয়টি টুর্নামেন্টের মধ্যে পাঁচটি পদক জেতেন অংশু ৷ সরিতা মোর একটুর জন্য অলিম্পিকসের সুযোগ হাতছাড়া করেছেন ৷