নয়াদিল্লি, 13 নভেম্বর :মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে পুরস্কৃত হলেন টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী নীরজ চোপড়া ৷ ঘোষণা হয়েছিল আগেই ৷ শনিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়াসম্মান প্রদান অনুষ্ঠানে সোনার ছেলের হাতে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ কেবল নীরজ একাই নন, রাষ্ট্রপতির হাত থেকে এদিন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান নিলেন টোকিয়ো অলিম্পিকসে রুপোজয়ী কুস্তিগীর রবি দাহিয়া, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই, ব্রোঞ্জজয়ী হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ, ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷
টোকিয়ো অলিম্পিকসের পাশাপাশি প্য়ারালিম্পিকসে পদকজয়ী প্রমোদ ভগত, অবনী লেখারা, সুমিত আনটিল, কৃষ্ণ নগর এবং এম নারওয়ালও হাতে পেলেন ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ৷ এখানেই শেষ নয় ৷ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়িকা মিতালি রাজের হাতেও এদিন খেলরত্ন তুলে দেন রাষ্ট্রপতি ৷
ইতিপূর্বে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামাঙ্কিত ছিল ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ৷ কিন্তু টোকিয়োয় 41 বছর বাদে ভারত অলিম্পিকস হকিতে পদক জেতার পর সম্প্রতি খেলরত্ন নামাঙ্কিত হয়েছে কিংবদন্তি মেজর ধ্য়ানচাঁদের নামে ৷