নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : সোনার সাক্ষাৎ! হ্যাঁ এই শব্দবন্ধটি ব্যবহার করা যায়, বেজিং অলিম্পিকস এবং টোকিয়ো অলিম্পিকসে সোনা জয়ী দুই ভারতীয়ের সাক্ষাতে ৷ গতকাল বেজিং অলিম্পিকসে সোনা জয়ী অভিনব বিন্দ্রার সঙ্গে দেখা করেন টোকিয়োর সোনা জয়ী নীরজ চোপড়া ৷ অভিনবের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি ৷ সেই ছবি পোস্ট করেছেন অলিম্পিয়ান নিজে ৷ প্রসঙ্গত, নীরজকে একটি পোষ্য উপহার দিয়েছেন অভিনব ৷ নীরজ যার নাম রেখেছেন ‘টোকিয়ো’৷
অভিনব বিন্দ্রার সঙ্গে সাক্ষাতের মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীরজ চোপড়া ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার অলিম্পিকস মেডেলটি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ যিনি বেজিং থেকে এসেছেন ৷ অভিনব বিন্দ্রা মহাশয় এবং তাঁর পরিবারকে অসংখ্য ধন্যবাদ এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য ৷ আর ‘টোকিয়ো’ যার সঙ্গ আমি সারাজীবন উপভোগ করব !’’