কলকাতা, 27 নভেম্বর: বদলার আগুনে ছারখার বাগান। এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি'র কাছে 2-5 গোলে হেরে লণ্ডভণ্ড মোহনবাগান সুপার জায়ান্ট। 19 মিনিটে হুগো বুমোসের গোলে এগিয়ে গেলেও বাকি সময়ে ওড়িশার কাছে পাঁচ গোল খেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সবুজ-মেরুন। রয় কৃষ্ণা (30 মিনিট), দিয়েগো মৌরিসিও (32 মিনিট), সাই গডার্ড (42 মিনিট), অনিকেত যাদব (92 মিনিট) সবশেষে লুয়াফেলা (95 মিনিট)-র গোলে জুয়ান ফেরান্দোর যাবতীয় স্বপ্ন চূর্ণ যুবভারতীতে। কারণ এই গ্রুপের শীর্ষস্থানীয় দলই কেবল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে ৷ সেক্ষেত্রে 11 ডিসেম্বর ওড়িশা এফসি বনাম বসুন্ধরা কিংসের মধ্যে ম্যাচই নির্ণায়ক হতে চলেছে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে যোগ্যতা অর্জনের লক্ষ্যে ৷
62 মিনিটে ব্যবধান কমান কিয়ান নাসিরি। এই জয়ের ফলে 11 ডিসেম্বর ওড়িশা এফসি যদি ঘরের মাঠে বসুন্ধরা এফসিকে হারিয়ে দিতে পারে তাহলে পরের পর্বে চলে যাবে। প্রথম পর্বে ওড়িশা এফসি'কে তাঁদের ঘরের মাঠে 4-0 গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরে সেদিন সবুজ-মেরুন শানিত আক্রমণের সামনে সেদিন সার্জিও লোবেরার ছেলেরা দাঁড়াতেই পারেনি বাগানের সামনে। পরবর্তী সময়ে দৃশ্যপট বদলেছে। বসুন্ধরা কিংসের কাছে পরাজয়ে মোহনবাগান সুপার জায়ান্টের তাল কেটেছে। বাড়তি সমস্যা যোগ করেছে দিমিত্রি পেত্রাতোস, আনোয়ার আলি, আশিক কুরুনিয়ান, মনবীর সিংদের চোট ৷