মেলবোর্ন, 29 জানুয়ারি: দশমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় প্রত্যাবর্তনে ফের সেরার মুকুট উঠল নোকাভের মাথায় ৷ প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের স্তেফানোস সিসিপাসকে 3-6, 6-7 (4-7), 6-7 (5-7) স্ট্রেট সেটে হারালেন সার্বিয়ান টাইগার ৷ সঙ্গে 22 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে রাফায়েল নাদালকে ছুঁলেন তিনি ৷
গত বছর এই সময় মাথা নিচু করে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল নোভাক জকোভিচকে ৷ বলা ভালো তাঁর ভিসা বাতিল করে দেশ থেকে বের করে দিয়েছিল সেদেশের সরকার ৷ একবছর পর যখন ফিরলেন, সম্মানের সঙ্গে খেতাবটাও অর্জন করলেন টেনিসের ‘জোকার’ ৷ 10 নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জেতার সঙ্গে কেরিয়ারের 22 নম্বর গ্র্যান্ড স্ল্যামও নিজের নামে করলেন সার্বিয়ান টাইগার ৷ আর এদিনের জয়ের পর গতবছরের সেই অপমানের বদলাও যেন নিলেন টেনিসের নম্বর ওয়ান ৷
এদিন গ্রীসের প্রতিদ্বন্দ্বী স্তেফানোস সিসিপাসকে 3-6, 6-7 (4-7), 6-7 (5-7) স্ট্রেট সেটে হারালেন নোভাক জকোভিচ ৷ তবে, এদিনের এই খেতাব জয় খুব একটা সহজ ছিল না ৷ প্রথম সেট 3-6 দাপটের সঙ্গে জেতেন নোভাক ৷ কিন্তু, দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করেন সিসিপাস ৷ জকোভিচ স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও, শেষ দু’টি টেস টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন তরুণ সিসিপাস ৷ দ্বিতীয় সেট নোভাক 6-7 (4-7) গেমে জেতেন ৷