মেলবোর্ন, 15 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য ভিক্টোরিয়ান সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাইবেরিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ দ্বিতীয়বার ভিসা বাতিলের পর ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ৷ তবে, শনিবার আদালতে আবেদন জানানোর আগেই তাঁকে আটক করে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ ৷ তবে, ভিসা নিয়ে অনলাইন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী ৷ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে 9টায় শুনানি শুরু হবে ৷ তবে, আজ সারাদিন অভিবাসন বিভাগের বিশেষ হোটেলে আটক থাকতে হবে জকোভিচকে (Novak Djokovic Under Immigration Detention) ৷
প্রসঙ্গত, শুক্রবার দ্বিতীয়বারের জন্য ভিসা বাতিল করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক (Australian Visa Cancels of Novak Djokovic) ৷ আদালতের নির্দেশে গত সোমবার বাতিল হওয়া ভিসা ফের ফিরে পেলেও নোভাকের কোভিডবিধি সংক্রান্ত দেওয়া তথ্য যাচাই করে শুক্রবার নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী ৷ নোভাকের ভিসা খারিজ করেন ৷ যার কিছুক্ষণের মধ্যেই জকোভিচকে নির্বাসনে পাঠানোর জন্য আটক করেন অভিবাসন বিভাগের আধিকারিকরা ৷
আরও পড়ুন : Novak Djokovic Visa Cancels : দ্বিতীয়বারেও ভিসা বাতিল, অস্ট্রেলিয়ান ওপেনে নেই জকোভিচ
তবে, ভিক্টোরিয়া সরকারের সিদ্ধন্তের বিরুদ্ধে ফের একবার আদালতে গিয়েছেন নোভাক জকোভিচ ৷ শনিবার সেই আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয় ৷ তবে, সেই শুনানি দীর্ঘস্থায়ী হয়নি ৷ বিচারপতি ডেভিড ও’ক্লাঘান জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টায় ফের শুনানি হবে ৷ সেখানেই নোভাকের ভিসা গ্রাহ্য হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে ৷
এ দিন আদালতের তরফে জকোভিচ এবং তাঁর আইনজীবীকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‘অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ এর কারণ, তাঁর মতে, টিকাকরণ না করানো খেলোয়াড়ের উপস্থিতি বিরোধীপক্ষকে কোভিড-19’র টিকাকরণ নিয়ে সরকারের বিরুদ্ধে হাতিয়ার তুলে দেবে ৷’’ আদালতের তরফে দেওয়া এই তথ্যে স্পষ্টতই অজি রাজনীতির ছাপ পাওয়া গিয়েছে ৷ কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে, রাজনীতির শিকার হচ্ছেন নোভাক ৷
আরও পড়ুন : Novak Djokovic : সফর বিতর্কে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাফাই জকোভিচের
তবে, আদালতের তরফে এও স্বীকার করা হয়েছে যে, করোনার টিকা না নেওয়া নোভাক অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বিপজ্জনক হতে পারেন ৷ অভিবাসন মন্ত্রীর দাবিকে মেনে নিয়ে বিচারপতি জানিয়েছেন, ‘‘আমি মেনে নিচ্ছি যে, তাঁর উপস্থিতি অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে ৷’’ এ নিয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, সেখানে সিঙ্গল বেঞ্চে শুনানি হবে, নাকি 3 বিচারপতির ফুল বেঞ্চে শুনানি হবে ? তা জানানো হয়নি ৷
প্রসঙ্গত, সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) প্রথম রাউন্ডের ম্যাচ ৷ যেখানে প্রথমদিনের সূচিতেই নোভাকের নাম রয়েছে ৷ ফলে রবিবার নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলে, অস্ট্রেলিয়ান ওপেনের ক্রীড়াসূচিতেও বড় পরিবর্তন করতে হবে ৷ পাশাপাশি, আগামী 3 বছরের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি পাবেন না বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ৷ সেক্ষেত্রে শুধু এ বছর নয় ৷ পরের আরও 3 বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না নোভাক জকোভিচ ৷ আর 34 বছর বয়সী এই তারকা ততদিনে টেনিস সার্কিটে থাকবেন কিনা, সেটাও সময় বলবে ৷