নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জকোভিচ ৷ আমেরিকার স্থানীয় সময় রাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে মার্কিন প্রতিপক্ষ টেলর ফ্রিটজের বিরুদ্ধে 6-1, 6-4, 6-4 সেটে জিতেছেন নোভাক ৷ প্রথম সেট দারুণভাবে জিতলেও শেষ দুই সেটে নোভাককে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন ফ্রিটজ ৷ অন্যদিকে, দ্বিতীয় কোয়ার্টারে স্বদেশীয় দশম বাছাই ফ্রান্সেস তিয়াফোকে 2-6, 6-3, 6-7 (7-9), 2-6 চার সেটে হারিয়ে মার্কিন অবাছাই বেন শেলটন সেমিফাইনালে প্রবেশ করেছেন ৷ সবচেয়ে কম বয়সে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে ওঠা টেনিস খেলোয়াড় হলেন তিনি ৷ সেমিতে নোভাকের বিরুদ্ধে খেলবেন শেলটন ৷
এদিন প্রথম কোয়ার্টার-ফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হন নোভাক জকোভিচ এবং টেলর ফ্রিটজ ৷ নিউইয়র্কের গরমে ম্যাচের প্রথম সেটে দারুণ শুরু করেন নোভাক ৷ প্রথম সেট 1-6 গেমে জিতে নেন নোভাক ৷ সার্বিয়ান মহাতারকার সামনে দাঁড়াতেই পারেননি টুর্নামেন্টের নবম বাছাই ৷ কিন্তু, দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে দাঁড়ান নোভাকের মার্কিন প্রতিপক্ষ ৷ কোনও সেটই জিততে না-পারলেও, টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন ৷ দু’টি সেটই 4-6, 4-6 গেমে জেতেন নোভাক ৷