পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 20, 2022, 12:00 PM IST

ETV Bharat / sports

Novak Djokovic : টিকায় অনীহা, কোভিডের ওষুধ তৈরির সংস্থার অন্যতম মালিক জকোভিচ

আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল হয়েছে ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করেছেন ৷ ধেয়ে এসেছে বিস্তর সমালোচনা ৷ কিন্তু জানেন কি, করোনা টিকায় যার প্রবল অনীহা সেই নোভাক জকোভিচ একটি কোভিডের ওষুধ তৈরির সংস্থার অন্যতম মালিক !

Novak Djokovic
Novak Djokovic

কোপেনহেগেন, 20 জানুয়ারি : বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলার সুযোগ হাতছাড়া করেছেন ৷ তবুও জেদ ছাড়েননি ৷ করোনা টিকা না নেওয়ায় শেষমেশ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেই বিতর্ক ফিকে হতে না হতেই একটি চমকে দেওয়া খবর সামনে এসেছে ৷ জানা গিয়েছে, ডেনমার্কের একটি বায়োটেক ফার্মের 80 শতাংশ শেয়ারহোল্ডার নোভাক জকোভিচ ৷ যে সংস্থা টিকার পরিবর্তে কোভিডের গিলে খাওয়ার ওষুধ তৈরির চেষ্টা করছে ৷

'কোয়ান্টবায়োরেস'-নামে ওই বায়োটেক সংস্থার সিইও ইভান লোনকারেভিচ এই দাবি করেছেন ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "2020 সালের জুন মাসে এই কোম্পানির সূচনা করা হয় ৷ জকোভিচ কোম্পানির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ৷ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার জন্য আমরা একটা নতুন টেকনোলজি তৈরি করতে চাইছি ৷ গবেষণার জন্য কোভিড ভাইরাসকে বেছে নিয়েছি ৷ কোভিডে সাফল্য পেলে অন্যান্য ভাইরাসগুলির ক্ষেত্রেও সফল হব ৷"

আরও পড়ুন :Djokovic Leaves Australia : রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রেখে অস্ট্রেলিয়া ছাড়লেন 'হতাশ' জকোভিচ

তিনি আরও জানিয়েছেন, 'কোয়ান্টবায়োরেস'-এ জকোভিড, তাঁর স্ত্রী জেলেনার 80 শতাংশ মালিকানা রয়েছে ৷ ডেনমার্ক, অস্ট্রেলিয়া, স্লোভেনিয়া এবং ব্রিটেনের 20 জন বিজ্ঞানীকে নিয়ে ওই ওষুধ তৈরির প্রচেষ্টা চলছে ৷ গ্রীষ্মকালে ব্রিটেনে ওষুধের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনাও করে ফেলেছে সংস্থাটি ৷ যদিও এই বিষয়ে জকোভিচ কোনও মন্তব্য করেননি ৷ বিষয়টি নিয়ে তাঁর মুখপাত্রকে জিজ্ঞাসা করা হলে তিনিও কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details