কলকাতা, 12 জানুয়ারি : করোনা পজিটিভ জেনেও সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা স্বীকার করলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ তবে, সেটা দীর্ঘদিনের করা কমিটমেন্টের কারণেই করেছেন বলে জানিয়েছেন নোভাক (Novak Djokovic Admits Meeting Journalist When He Had Covid) ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে মেলবোর্নে নামার পর, বিমানবন্দরেই আটকানো হয় নোভাক জকোভিচকে ৷ সেখানে ডবল ভ্যাকসিনেশন না থাকায় কোভিড সংক্রান্ত ছাড়পত্রও ছিল না তাঁর কাছে ৷ সেই কারণে নোভাকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷
এর পরেই নোভাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে ৷ বলা হয়, করোনা আক্রান্ত হওয়ার পরেও তিনি একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন ৷ সেই সব অভিযোগ খারিজ করে, নিজের পক্ষে যুক্তি দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা (Novak Djokovic Clarify His Side about Visa Cancellation of Australia) ৷ জানিয়েছেন, গত 14 ডিসেম্বর বেলগ্রেডে একটি বাস্কেট বল টুর্নামেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরের দিন তিনি জানতে পারেন, ওই টুর্নামেন্টে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এর পর 16 ডিসেম্বর তিনি ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান ৷ সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে ৷ তবে, তিনি নিয়ম মেনে আরটি-পিসিআর করান ৷
নোভাক জানিয়েছেন, পরের দিন তিনি বেলগ্রেডে একটি টেনিস টুর্নামেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন ৷ বাচ্চাদের টুর্নামেন্ট ছিল বলে, ফের একবার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান নোভাক ৷ তখনও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁর মধ্যে কোন উপসর্গ ছিল না ৷ এমনকি ওই টুর্নামেন্টে থাকাকালীন তাঁর কাছে কোভিড পজিটিভ হওয়ার কোনও খবর ছিল না বলে জানিয়েছেন নোভাক ৷ ওই টুর্নামেন্ট থেকে ফেরার পর তিনি জানতে পারেন তাঁর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷
আরও পড়ুন : Australia cancels Djokovics Visa : মেলবোর্ন বিমানবন্দরে আটকানো হল জকোভিচকে, বাতিল টেনিস-তারকার ভিসা
এর পরেই নোভাক স্বীকার করেন যে, পরেরদিন 18 ডিসেম্বর করোনা পজিটিভ জেনেও তিনি বেলগ্রেডে নিজের টেনিস সেন্টারে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন ৷ কারণ, অনেকদিন আগে থেকে তিনি ওই সাক্ষাৎকারের জন্য কথা দিয়ে রেখেছিলেন ৷ নিজের সাফাইয়ে তিনি জানান, ওই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন কেবলমাত্র সাংবাদিককে নিরাশ করতে চাননি বলে ৷ আর নিজের কোভিড আক্রান্ত হওয়ার কথাও তিনি জানিয়ে ছিলেন ৷ আর সাক্ষাৎকারের সময় তিনি মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন ৷ কেবলমাত্র ফোটোশুটের সময় মাস্ক খুলে ছিলেন ৷ আর তার পর তিনি বাড়ি ফিরে নির্ধারিত সময়ের জন্য নিজেকে আইসোলেশনে রেখেছিলেন ৷ পাশাপাশি নিজের বাকি সব কাজকর্ম পিছিয়ে দিয়েছিলেন ৷