লন্ডন, 6 জুলাই: 7-5, 6-2, 3-6, 2-6, 2-6 । প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই । দ্বিতীয় সেটে বছর বিশের তরুণের কাছে পর্যুদস্ত । শেষ তিন সেটে রাজার উত্থান । মঙ্গলবারের সেন্টার কোর্ট সম্ভবত চলতি উইম্বলডনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ দেখে ফেলল । যেখানে শেষ কয়েক ঘণ্টায় জোকার বোঝালেন, কেন তিনি সেরা ।
কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম সেটেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই । শেষ হাসি হাসেন ইতালিয়ান । দ্বিতীয় সেটে জোকারকে কার্যত মাটি ধরান তিনি । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ান জোকার । শেষ তিন সেটেও বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি তাঁর ।
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ আটে উঠেছিলেন সিনার । যদিও সিৎসিপাসের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিয়েছিলেন । এবার সেই ব্যর্থতা মুছতে বদ্ধপরিকর ছিলেন । শেষ পর্যন্ত জয় না এলেও প্রত্যেকটা সার্ভিস, ফোরহ্যান্ডে বারবার বুঝিয়ে দিয়েছেন রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় তিনিই হয়ে উঠতে চলেছেন বিশ্ব-টেনিসের অন্যতম মুখ ।