পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon 2022: নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?

কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম সেটেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই । শেষ হাসি হাসেন ইতালিয়ান । দ্বিতীয় সেটে জোকারকে কার্যত মাটি ধরান তিনি । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই তৃতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান জোকার (Novak Djokovic beats Jannik Sinner to reach Semifinal of Wimbledon) ।

Wimbledon
Wimbledon

By

Published : Jul 6, 2022, 7:23 AM IST

লন্ডন, 6 জুলাই: 7-5, 6-2, 3-6, 2-6, 2-6 । প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই । দ্বিতীয় সেটে বছর বিশের তরুণের কাছে পর্যুদস্ত । শেষ তিন সেটে রাজার উত্থান । মঙ্গলবারের সেন্টার কোর্ট সম্ভবত চলতি উইম্বলডনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ দেখে ফেলল । যেখানে শেষ কয়েক ঘণ্টায় জোকার বোঝালেন, কেন তিনি সেরা ।

কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম সেটেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই । শেষ হাসি হাসেন ইতালিয়ান । দ্বিতীয় সেটে জোকারকে কার্যত মাটি ধরান তিনি । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ান জোকার । শেষ তিন সেটেও বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি তাঁর ।

চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ আটে উঠেছিলেন সিনার । যদিও সিৎসিপাসের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিয়েছিলেন । এবার সেই ব্যর্থতা মুছতে বদ্ধপরিকর ছিলেন । শেষ পর্যন্ত জয় না এলেও প্রত্যেকটা সার্ভিস, ফোরহ্যান্ডে বারবার বুঝিয়ে দিয়েছেন রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় তিনিই হয়ে উঠতে চলেছেন বিশ্ব-টেনিসের অন্যতম মুখ ।

অন্যদিকে, এই নিয়ে 11 বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জোকার । 10 বার সেমিফাইনাল খেলে 7 বারই জয় পেয়েছেন জোকার । 2013 সালের পর কখনও উইম্বলডনের সেমিফাইনালে হারেননি তিনি । উইম্বলডনে মোট জয়ের ক্ষেত্রে এদিন টেনিস কিংবদন্তি জিমি কোনর্সকে ছুঁয়েছেন তিনি । দুই তারকার নামের পাশেই এখন জেতা ম্যাচের সংখ্যা 84 । আগে রয়েছেন একমাত্র রজার ফেডেরার । ঘাসের কোর্টের অবিসংবাদী সম্রাট মোট 105টি ম্যাচ জিতেছেন ।

আরও পড়ুন : কষ্টার্জিত জয়ে শেষ আটে পৌঁছলেন রাফা, সেমিফাইনালে সানিয়ারা

ভ্যাকসিন-বিতর্কে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা । নাদালের কাছে পর্যদুস্ত হয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল । ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকাতে উইম্বলডনকেই পাখির চোখ করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন নোভাক জকোভিচ (Novak Djokovic beats Jannik Sinner) ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details