নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর:দু'বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। গতকাল তারই বদলা নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ জিতলেন 6-3, 7-6 (7-5), 6-3 গেমে। ইউএস ওপেন জিতে 24তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এ নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন বছর ছত্রিশের তারকা ৷ সেই সঙ্গে ছুঁলেন মার্গারেটকে ৷
খেলার শুরু থেকেই মেদভেদেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। নোভাক প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না-দিলেও 2021 সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন যে খুব সহজে ম্যাচ ছেড়ে দিয়েছেন তা নয়। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। 1 ঘণ্টা 44 মিনিট ধরে ওই সেটে লড়েন জোকোভিচ এবং মেদভেদেভ। কিন্তু 23টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জানেন কখন এগোতে হবে। 25 বছরের তরুণ প্রতিপক্ষের খেলার ধরণ চিনতে অসুবিধে হয়নি জকোভিচের। সেই সেট জেতার পরে কার্যত সবাই বুঝে যান যে চ্যাম্পিয়ন হতে চলেছেন নোভাক। কারণ তাঁর কেরিয়ারে পরপর দুটি সেট জেতার পর ফাইনাল ম্যাচে এখনও তাঁকে কেউ হারাতে পারেনি।