লন্ডন, 28 জুন : ফরাসি ওপেনে অকাল বিদায়ের পর ঘাসের কোর্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না-নিয়েই সোমবার উইম্বলডন অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ । ফরাসি ওপেনের শেষ আটে হারের জ্বালা কাটিয়ে এখনও পুরোপুরি ছন্দে ফেরেননি সার্বিয়ান তারকা, সেটা স্পষ্ট । কারণ, প্রথম রাউন্ডে অখ্যাত কোরিয়ান কুন সুন-উ'র কাছে একটি সেট খোয়াতে হল 20টি মেজরের মালিককে । যদিও সেই চ্যালেঞ্জ দ্রুত সামলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে কোনও অসুবিধা হল না জকোভিচের (Novak Djokovic advanced to the second round of Wimbledon 2022)। সেন্টার কোর্টে এদিন 'জোকার'-এর পক্ষে ম্যাচের ফল 6-3, 3-6, 6-3, 6-4 ।
একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর পথে এদিন এক বিরল কীর্তি গড়লেন সার্বিয়ান মায়েস্ত্রো । প্রথম প্লেয়ার হিসেবে সবক'টি গ্র্যান্ড স্ল্যামে নিদেনপক্ষে 80টি করে ম্যাচ জিতলেন ছ'বারের উইম্বলডন জয়ী । ঘাসের কোর্টে টানা চতুর্থবার সেরা হওয়ার লক্ষ্যে এদিন প্রথম রাউন্ডের প্রথম সেট সহজেই পকেটস্থ করেন 'জোকার' । তিনি সমস্যায় পড়েন দ্বিতীয় সেটে, যখন চতুর্থ গেমে সার্ভিস তাঁর ব্রেক করেন কোরিয়ান । দ্বিতীয় সেটে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি জকোভিচ । তবে সেই আত্মসমর্পণের রেশ দীর্ঘস্থায়ী হয়নি ।