পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon 2022 : অখ্যাত কোরিয়ানের চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে 'জোকার', এগোলেন রাড়ুকানু-মারে - অখ্যাত কোরিয়ানের চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে জোকার

প্রথম রাউন্ডে অখ্যাত কোরিয়ান কুন সুন-উ'র কাছে একটি সেট খোয়াতে হল 20টি মেজরের মালিককে । যদিও সেই চ্যালেঞ্জ দ্রুত সামলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে কোনও অসুবিধা হল না জকোভিচের (Novak Djokovic advanced to the second round of Wimbledon 2022)।

Wimbledon 2022
অখ্যাত কোরিয়ানের চ্যালেঞ্জ সামলে দ্বিতীয় রাউন্ডে 'জোকার'

By

Published : Jun 28, 2022, 7:46 AM IST

Updated : Jun 28, 2022, 8:03 AM IST

লন্ডন, 28 জুন : ফরাসি ওপেনে অকাল বিদায়ের পর ঘাসের কোর্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না-নিয়েই সোমবার উইম্বলডন অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ । ফরাসি ওপেনের শেষ আটে হারের জ্বালা কাটিয়ে এখনও পুরোপুরি ছন্দে ফেরেননি সার্বিয়ান তারকা, সেটা স্পষ্ট । কারণ, প্রথম রাউন্ডে অখ্যাত কোরিয়ান কুন সুন-উ'র কাছে একটি সেট খোয়াতে হল 20টি মেজরের মালিককে । যদিও সেই চ্যালেঞ্জ দ্রুত সামলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে কোনও অসুবিধা হল না জকোভিচের (Novak Djokovic advanced to the second round of Wimbledon 2022)। সেন্টার কোর্টে এদিন 'জোকার'-এর পক্ষে ম্যাচের ফল 6-3, 3-6, 6-3, 6-4 ।

একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর পথে এদিন এক বিরল কীর্তি গড়লেন সার্বিয়ান মায়েস্ত্রো । প্রথম প্লেয়ার হিসেবে সবক'টি গ্র্যান্ড স্ল্যামে নিদেনপক্ষে 80টি করে ম্যাচ জিতলেন ছ'বারের উইম্বলডন জয়ী । ঘাসের কোর্টে টানা চতুর্থবার সেরা হওয়ার লক্ষ্যে এদিন প্রথম রাউন্ডের প্রথম সেট সহজেই পকেটস্থ করেন 'জোকার' । তিনি সমস্যায় পড়েন দ্বিতীয় সেটে, যখন চতুর্থ গেমে সার্ভিস তাঁর ব্রেক করেন কোরিয়ান । দ্বিতীয় সেটে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি জকোভিচ । তবে সেই আত্মসমর্পণের রেশ দীর্ঘস্থায়ী হয়নি ।

পরের দু'টি সেটে অভিজ্ঞতাকে হাতিয়ার করে কুন সুন-উ চ্যালেঞ্জ উতরে যান সার্বিয়ান মহাতারকা । আড়াই ঘণ্টার সামান্য কম সময়ে উইম্বলডনে টানা 22তম জয়টি পেয়ে যান 'জোকার' । জকোভিচের পাশাপাশি উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন 'ঘরের মেয়ে' এমা রাড়ুকানু । সেন্টার কোর্টে আত্মপ্রকাশে এদিন বেলজিয়ান প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে এগোলেন 2021 যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন । রাড়ুকানুর পক্ষে ম্যাচের ফল 6-4, 6-4 ।

আরও পড়ুন : উইম্বলডনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

তলপেটের যন্ত্রণা সারিয়ে মেজাজে শুরু করলেন 'ঘরের ছেলে' অ্যান্ডি মারেও । অজি প্রতিদ্বন্দ্বী জেমস ডাকওর্থের কাছে প্রথম সেট খোয়াতে হলেও দুরন্ত প্রত্যাবর্তনে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন দু'বারের চ্যাম্পিয়ন । ম্যাচের ফল মারের পক্ষে 4-6, 6-3, 6-2, 6-4 ।

Last Updated : Jun 28, 2022, 8:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details