পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি, মুখ্যমন্ত্রীর কাছে মান্তু ঘোষ

রাজ্য টেবিল টেনিসে গড়ে ওঠা বিভাজনে ইতি টানতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। একই সঙ্গে সরব হয়েছেন উত্তরবঙ্গের টেবিল টেনিসের প্রতি বঞ্চনা নিয়ে। নিজে খেলোয়াড় ছিলেন। বর্তমানে টেবিল টেনিস কোচ এবং প্রশাসক। এবার টেবিল টেনিস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মান্তু ঘোষ।

অনুশীলনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের টিটি

By

Published : Jun 21, 2019, 2:39 PM IST

কলকাতা, 21 জুন : প্রতিভার অভাব নেই। কিন্তু তাদের তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই। অথচ উত্তরবঙ্গ থেকে সাম্প্রতিক কালে অলিম্পিয়ান উঠে এসেছে। শিলিগুড়ি মানেই টেবিল টেনিসের শহর । কিন্তু বর্তমানে পরিকাঠামের অভাবে হারিয়ে যাচ্ছে শিলিগুড়ির সেই ঐতিহ্য ।

মান্তু ঘোষ বলছেন পরিকাঠামোর অভাব উত্তরবঙ্গকে পিছিয়ে দিচ্ছে । ভালো পরিকাঠামো না থাকলে কোন খেলোয়াড়ও বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবে না । নিজের অভিজ্ঞতার নিরিখে মান্তু বলছেন, ''ক্লাবে প্র্যাকটিস করে স্টেডিয়ামে খেলা কঠিন । সেই খামতি মেটাতে স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়েছিল । আগে বিদ্যুৎ বিভ্রাট ও মাশুল এড়াতে সকালে অনুশীলন করানো হত। এখন সেটাও বন্ধ।''

পরিকাঠামোর খামতি মেটাতে বারবার রাজ্যের মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী স্বয়ং স্টেডিয়ামে অনুশীলন করার ব্যবস্থা করবেন বলেছিলেন । কিন্তু অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই। এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মান্তু ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details