পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা - Sushil Pehelwan

কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত ৷

কুস্তিগীর সুশীল কুমার
কুস্তিগীর সুশীল কুমার

By

Published : May 15, 2021, 6:33 PM IST

Updated : May 15, 2021, 9:48 PM IST

নয়াদিল্লি, 15 মে : কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত ৷ ছত্রসাল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর ধনকড়ের খুনের ঘটনায় মোট 9 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির আদালত ৷ তাদের মধ্যে মূল অভিযুক্ত অলিম্পিক্সে পদকজয়ী সুশীল কুমার ৷

দিল্লি পুলিশ এর আগে সুশীল কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করেছিল ৷ জানা গিয়েছে, সুশীলকে গ্রেফতারির জন্য পুরষ্কারও ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে দিল্লি পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর তাঁকে নোটিস পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি ফোন বন্ধ করে রেখে দেন এবং গা ঢাকা দেন ৷ ইতিমধ্যেই পুলিশ সুশীল কুমারের ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিয়েছে, কিন্তু তারপরেও কোনও খোঁজ মেলেনি ৷ এই পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করতে পুরষ্কারের ঘোষণা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক ৷

Last Updated : May 15, 2021, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details