পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আগেই খেলরত্ন সম্মানে ভূষিত, অর্জুন পাচ্ছেন না সাক্ষী-চানু

গত সপ্তাহে ক্রীড়া মন্ত্রককে পাঠানো অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকম শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির 29 জনের অর্জুনের তালিকায় ছিল এই দুজনের নাম ৷ পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় সাক্ষী ও চানুকে ৷

No Arjuna for former Khel Ratna winners Sakshi Malik and Mirabai Chanu
No Arjuna for former Khel Ratna winners Sakshi Malik and Mirabai Chanu

By

Published : Aug 22, 2020, 2:33 PM IST

দিল্লি, 22 অগাস্ট: ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পেয়েছেন আগেই ৷ তাই চলতি বছরে অর্জুন পুরস্কার পাচ্ছেন না রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক এবং ভারোত্তলনে বিশ্ব চ্যাম্পিয়ন সাইকম মীরাবাঈ চানু ৷ অর্জুন পুরস্কার প্রাপকদের প্রাথমিক তালিকায় দুজনের নাম থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

চলতি বছরে অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন সাক্ষী ও চানু ৷ গত সপ্তাহে ক্রীড়া মন্ত্রককে পাঠানো অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকম শর্মার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির 29 জনের অর্জুনের তালিকায় ছিল দুজনের নাম ৷ নির্বাচকমণ্ডলীর এই সিদ্ধান্তে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন ৷ বিতর্কও দেখা দিয়েছিল ৷ পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় সাক্ষী ও চানুকে ৷ কারণ দুজনেই এর আগে খেলজগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ৷ ভবিষ্যতে খেলরত্ন পাওয়া ক্রীড়াবিদরা হয়তো আর অর্জুন পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন না ৷

সাক্ষী মালিক

এদিকে অলিম্পিকের বছর না হয়েও কেন খেলরত্নের জন্য একসঙ্গে পাঁচজনকে বেছে নেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ যদিও এই বিষয়ে মুখ খোলেননি রিজিজু ৷ শুক্রবার ক্রীড়ামন্ত্রকের তরফে এবছরের ক্রীড়া পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশিত হয় ৷ দেশের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, কুস্তিগীর ভিনেশ ফোগত, প্যারালিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু, কমনওয়েলথে সোনাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা এবং মেয়েদের হকি দলের অধিনায়ক রানি রামপাল খেলরত্ন পাচ্ছেন ৷ চারবছরের পারফরম্যান্সের নিরিখে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁদের ৷

প্রতিবছর রাষ্ট্রপতি ভবনে বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় ৷ এবছর কোরোনার কারণে 29 অগাস্ট জাতীয় ক্রীড়াদিবসের দিন ভার্চুয়ালি হবে এই অনুষ্ঠান ৷

ABOUT THE AUTHOR

...view details