ইম্ফল, 16 সেপ্টেম্বর : টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়েছে ভারত ৷ সেই ইতিহাসের সঙ্গী ভারতীয় হকি দলও ৷ 41 বছর পর পদক জিতে হারানো গৌরব কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন মনপ্রীত-নীলাকান্তরা ৷ তিন নম্বরে শেষ করে টোকিয়ো অলিম্পিকসে পুরুষ হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷
এটাই তরুণদের অনুপ্রাণীত করবে বলে মনে করেন ভারতীয় দলের অন্যতম সদস্য নীলাকান্ত শর্মা ৷ বছর ছাব্বিশের মণিপুরের এই হকি তারকা বলেন, "ভবিষ্যতে ভারতীয় হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মণিপুরে অনেক প্রতিভা রয়েছে ৷ শুধু ভাল পরিকাঠামো দরকার ৷ টোকিয়ো অলিম্পিকসে আমাদের পদক জয় আশা করি রাজ্যের তরুণদের অনুপ্রাণীত করবে ৷"
লখনউ জুনিয়র হকি বিশ্বকাপ জেতার পর 2017 সালে ভারতীয় সিনিয়র দলে সুযোগ পান নীলকান্ত ৷ নিজের সাফল্য সম্পর্কে তিনি বলেন, "নিজের পারফরম্যান্স নিয়ে কখনও কখনও কাঁটাছেড়া করতে হয় ৷ আমি ভাগ্যবান যে, দলে বেশ কিছু ভাল প্লেয়ারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি ৷ "