ইস্তাম্বুল, 19 মে : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত । 52 কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন । তাইল্যান্ডের জিতপং জুতামাসকে 5-0 ব্যবধানে হারিয়ে বিশ্বসেরার তাজ মাথায় পড়লেন তিনি (Nikhat Zareen clinches gold) ।
সেমিফাইনালে ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে 5-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জারিন । এদিন প্রত্যেক রাউন্ডেই এগিয়ে ছিলেন তিনি ৷ সোনা জিতে নিখাত ছ'বারের চ্যাম্পিয়ন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি'র ক্লাবে যোগ দিলেন তিনি ৷ পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুললেন জারিন ।