কলকাতা, 7 অক্টোবর: চমকপ্রদ পদক্ষেপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। নতুন মরসুমে মরুশহরে আয়োজিত হতে পারে ভারতের সবচেয়ে সম্মানীয় ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি (Santosh Trophy will Organise in Saudi Arabia) ৷ এই মর্মে সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মউ সই করেছে এআইএফএফ ৷ চুক্তিপত্রে সই করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সচিব সাজি প্রভাকরণ ৷ পরিকল্পনা অনুযায়ী, সন্তোষ ট্রফির মূল পর্বের খেলাগুলি সৌদি আরবে হতে পারে (AIFF on Santosh Trophy) ৷
ফেডারেশনের তরফে জানানো হয়েছে নতুন ফুটবলারদের উৎসাহ দিতেই সন্তোষ ট্রফির মূল পর্বের খেলগুলো সৌদি আরবের বিভিন্ন শহরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যাতে ফুটবলকে ঘিরে তরুণ ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার দিকে আরও এগিয়ে যেতে পারে ৷ একই সঙ্গে সৌদি আরবে বসবাসকারী প্রবাসী ভারতীয়রাও তাঁদের দেশের ফুটবলের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন ৷ ভারতীয় ফুটবলের জন্য এই পদক্ষেপ যুগান্তকারী হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করেন ।
পশ্চিম এশিয়ান ফুটবলের প্রতিনিধি হিসেবে সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশন (Saudi Arabia Football Federation) বা সাফ-এর প্রেসিডেন্ট ইয়াসের আল মিশাল এবং সাধারণ সচিব ইব্রাহিম আল কাশিম এই মউ চুক্তি সইয়ের সময় ছিলেন ৷ এই চুক্তির ফলে ফুটবলের বৃহত্তর দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে ৷ পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্য ভারতীয় ফুটবল পাবে ৷ যুব পর্যায়ে ছেলে এবং মেয়েদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৷ যার ফলে ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে ৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এই মউ চুক্তি সম্পাদনে স্বভাবতই খুশি ৷
আরও পড়ুন:আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন
তিনি বলেন, “ভারতীয় ফুটবলের যুগান্তকারী উন্নতি বলা যায় ৷ আমাদের লক্ষ্য ভারতীয় ফুটবলের জন্য নতুন মঞ্চ খুলে দেওয়া ৷ ভারতীয় ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমি সাফের কাছে এই সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ ৷” ফেডারেশন প্রেসিডেন্ট হওয়ার পরেই কাতারে গিয়েছিলেন কল্যাণ চৌবে। এ বছর মধ্যপ্রাচ্যের এই দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হচ্ছে ৷ তার আগে ওখানকার পরিকাঠামো দেখে এসেছেন কল্যাণ চৌবে ৷ জানিয়েছেন, ওখানকার ফুটবল ফেডারেশনের সাহায্যে কীভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা যায়, তা আলোচনা করেছেন ৷ এই মউ স্বাক্ষর সেই আলোচনার প্রথম ফল।