পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AIFF on Santosh Trophy: আগামী বছর সৌদি আরবে সন্তোষ ট্রফি আয়োজনের ভাবনা এআইএফএফ’র - কল্যাণ চৌবে

আগামী বছর সৌদি আরবে বসতে পারে সন্তোষ ট্রফির আসর (Santosh Trophy will Organise in Saudi Arabia) ৷ সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি সই করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) ৷ জানা গিয়েছে, মূল পর্বের সবক’টি ম্যাচ সৌদি আরবের স্টেডিয়ামগুলিতে খেলা হবে (AIFF on Santosh Trophy) ৷

Next Year Santosh Trophy will Organise in Saudi Arabia by AIFF
Next Year Santosh Trophy will Organise in Saudi Arabia by AIFFNext Year Santosh Trophy will Organise in Saudi Arabia by AIFF

By

Published : Oct 7, 2022, 10:15 AM IST

কলকাতা, 7 অক্টোবর: চমকপ্রদ পদক্ষেপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। নতুন মরসুমে মরুশহরে আয়োজিত হতে পারে ভারতের সবচেয়ে সম্মানীয় ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি (Santosh Trophy will Organise in Saudi Arabia) ৷ এই মর্মে সৌদি আরবের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি মউ সই করেছে এআইএফএফ ৷ চুক্তিপত্রে সই করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সচিব সাজি প্রভাকরণ ৷ পরিকল্পনা অনুযায়ী, সন্তোষ ট্রফির মূল পর্বের খেলাগুলি সৌদি আরবে হতে পারে (AIFF on Santosh Trophy) ৷

ফেডারেশনের তরফে জানানো হয়েছে নতুন ফুটবলারদের উৎসাহ দিতেই সন্তোষ ট্রফির মূল পর্বের খেলগুলো সৌদি আরবের বিভিন্ন শহরে করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যাতে ফুটবলকে ঘিরে তরুণ ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার দিকে আরও এগিয়ে যেতে পারে ৷ একই সঙ্গে সৌদি আরবে বসবাসকারী প্রবাসী ভারতীয়রাও তাঁদের দেশের ফুটবলের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন ৷ ভারতীয় ফুটবলের জন্য এই পদক্ষেপ যুগান্তকারী হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করেন ।

পশ্চিম এশিয়ান ফুটবলের প্রতিনিধি হিসেবে সৌদি আরবিয়া ফুটবল ফেডারেশন (Saudi Arabia Football Federation) বা সাফ-এর প্রেসিডেন্ট ইয়াসের আল মিশাল এবং সাধারণ সচিব ইব্রাহিম আল কাশিম এই মউ চুক্তি সইয়ের সময় ছিলেন ৷ এই চুক্তির ফলে ফুটবলের বৃহত্তর দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে ৷ পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্য ভারতীয় ফুটবল পাবে ৷ যুব পর্যায়ে ছেলে এবং মেয়েদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৷ যার ফলে ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে ৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এই মউ চুক্তি সম্পাদনে স্বভাবতই খুশি ৷

আরও পড়ুন:আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন

তিনি বলেন, “ভারতীয় ফুটবলের যুগান্তকারী উন্নতি বলা যায় ৷ আমাদের লক্ষ্য ভারতীয় ফুটবলের জন্য নতুন মঞ্চ খুলে দেওয়া ৷ ভারতীয় ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমি সাফের কাছে এই সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ ৷” ফেডারেশন প্রেসিডেন্ট হওয়ার পরেই কাতারে গিয়েছিলেন কল্যাণ চৌবে। এ বছর মধ্যপ্রাচ্যের এই দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হচ্ছে ৷ তার আগে ওখানকার পরিকাঠামো দেখে এসেছেন কল্যাণ চৌবে ৷ জানিয়েছেন, ওখানকার ফুটবল ফেডারেশনের সাহায্যে কীভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা যায়, তা আলোচনা করেছেন ৷ এই মউ স্বাক্ষর সেই আলোচনার প্রথম ফল।

ABOUT THE AUTHOR

...view details