কলকাতা, 3 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই দলবদলের বাজার জমতে শুরু করেছে। দলবদলের দ্বিতীয় উইন্ডো খুলে গিয়েছে। ফলে আসন্ন সুপার কাপ এবং বিশেষ করে দ্বিতীয় পর্বের আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিটি দল। মোহনবাগান সুপার জায়ান্ট দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করল। যদিও তা সরকারিভাবে ঘোষণা হয়নি। দ্রুতই তা করা হবে।
চোটের কারণে পেত্রাতোসের চলতি মরশুমের শুরুটা ভালো না-হলেও তিনি ফিরে এসে জাত চেনাতে শুরু করেছেন। দলবদলের দ্বিতীয় উইন্ডোতে জেসন কামিংসকে সম্ভবত রেখে দিচ্ছে সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিতে চলেছে সবুজ-মেরুন। কামিংস তাঁর সোশাল হ্যান্ডেলে লিখেছেন প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। তবে সমর্থকদের আস্থা পূরণ করতে মরশুমের বাকি সময়ে নিজেকে উজার করে দেবেন। সাদিকুর পারফরম্যান্সে নজর রেখেছিলেন সুপার জায়ান্ট রিক্রুটাররা।
দু'টো গোল করেছিলেন প্রয়োজনীয় সময়ে। তবুও সাদিকুকে রাখতে আগ্রহী নয় বলেই সূত্রের খবর। সুপার কাপে বর্তমান দলের ছয় বিদেশি খেলবেন তবে আইএসএলে পরিবর্তনের পথেই হাঁটবে সুপার জায়ান্ট। এদিকে হায়দরাবাদ এফসি থেকে সাহিল টাভোরাকে সই করাতে চলেছে সবুজ-মেরুন। 2026 সাল পর্যন্ত সাহিল টাভোরোর চুক্তি রয়েছে তাই মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাটাকিং মিডফিল্ডার সাহিল টাভোরাকে নেওয়া হচ্ছে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদের বিকল্প হিসেবে।
অনিরুদ্ধ থাপা ছন্দে নেই। সাহাল আব্দুল সামাদের চোট সারিয়ে ফিরতে সময় লাগবে। এই অবস্থায় সাহিল টোভারোর মধ্যে বিকল্পের সন্ধান। আজ থেকে মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপের প্রস্তুতি শুরু করবে। চোট সারিয়ে আনোয়ার আলি ফিরছেন। তবে ম্যাচ ফিট হতে সময় লাগবে। দলবদলের বাজারে চিংলেনসানাকে দলে নেওয়ার দৌড়ে বেঙ্গালুরু এফসির থেকে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিকে জামশেদপুর এফসি থেকে কোমল থাতালকে দলে নিতে আগ্রহী চেন্নাইয়িন এফসি।
আরও পড়ুন:
- এশিয়ান কাপের দলে থাকলেও সাহালের প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
- অবসরে যেতে পারে লিওনেল মেসির 10 নম্বর জার্সি
- এশিয়ান কাপের গ্রুপে 'বহিরাগত' ভারতীয় দল, মন্তব্য স্টিম্যাচের