কলকাতা, 19 জুন : নতুন সচিব বেছে নিতে সোমবার বিকেলে বৈঠক বসতে চলেছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার গভর্নিং বডি (New Secretary Name Announcement in Monday GB Meeting of IFA)। জয়দীপ মুখোপাধ্যায় আইএফএ সচিব পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছিল নানা ধরনের জল্পনা । শোনা যাচ্ছিল, সোমবারই বাংলার ফুটবল নিয়ামক সংস্থার দায়িত্ব নিতে পারেন বর্তমান কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত । চেয়ারম্যান এবং সভাপতি সুব্রত দত্ত এবং অজিত বন্দ্যোপাধ্যায় এই পদে থাকছেন দু'জনেই ।
ব্যক্তিগত কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সচিব পদ থেকে ইস্তফা দিয়ে দেন জয়দীপ । আইএফএ-র সংবিধান অনুসারে গভর্নিং বডির প্রথম সভাতেই কে সচিব হবেন তা ঠিক করে নিতে হয় । সোমবার গভর্নিং বডির প্রথম সভা ৷ সেই সভাতেই ঠিক করা হবে সবটা । সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সম্মিলিত করতালির মধ্যে দিয়ে সচিব পদ থেকে বিদায় নেন জয়দীপ । তখন থেকেই মনে করা হচ্ছিল কোষাধ্যক্ষ অনির্বাণ দত্তই হয়তো দায়িত্ব নিতে পারেন । এবার হয়ত সেই জল্পনাই সত্যি হতে চলেছে ।
সূত্রের খবর, শুক্রবার আইএফএ-এর পরবর্তী কমিটি গড়া নিয়ে মিটিং হয় । সেই মিটিংয়ে সকলের কাছেই সচিবের নাম জানতে চান চেয়ারম্যান সুব্রত দত্ত । সকলেই প্রায় অনির্বাণকেই সমর্থন করেন । সহ-সভাপতি পদে আসতে চলেছেন তিন নতুন মুখ । সুরুচি সংঘ কর্তা এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, সাদার্ন সমিতি কর্তা সৌরভ পাল এবং বিশ্বজিত ভাদুড়ি ।