পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MB Executive Committee Meeting : টুটু বসুর উত্তরসূরী খুঁজে নিতে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ বাগানের নয়া কার্যকরী কমিটি - New Executive Committee memebers of Mohun Bagan yet to select new President of the club

নবগঠিত কার্যকরী কমিটি প্রথম বৈঠকে বসেছিল বুধবার ৷ যদিও প্রথম বৈঠকে নয়া সভাপতি নিয়ে ঐক্যমতে পৌছতে পারল না কমিটি (New Executive Committee memebers of Mohun Bagan yet to select new President of the club) ৷

Mohun Bagan club News
টুটু বসুর উত্তরসূরী খুঁজে নিতে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ বাগানের নয়া কার্যকরী কমিটি

By

Published : Mar 30, 2022, 10:51 PM IST

Updated : Mar 31, 2022, 6:40 AM IST

কলকাতা, 30 মার্চ : টুটু (স্বপন সাধন) বসু পরবর্তী বাগানের নয়া সভাপতি কে ? বেছে নিতে মোহনবাগানের নবগঠিত কার্যকরী কমিটি প্রথম বৈঠকে বসেছিল বুধবার ৷ যদিও প্রথম বৈঠকে ঐক্যমতে পৌঁছতে পারল না কমিটি (New Executive Committee memebers of Mohun Bagan yet to select new President of the club) ৷ সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, বেশ কয়েকটি নাম প্রাথমিক আলোচনায় উঠেছে। তবে নতুন সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থা, ক্লাবের কাজে তাঁকে যাতে নিয়মিত পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে ৷ অর্থাৎ, আর যেই হোন না কেন, টুটু বসু যে পুনরায় বাগানের সভাপতি হচ্ছেন না, সেটা স্পষ্ট ৷

শারীরিকভাবে অসুস্থ টুটু বসু বর্তমানে বিদেশেই থাকেন বেশিরভাগ সময়। ক্লাবের কর্মসমিতির বৈঠকেও নিয়মিত থাকতে পারেন না। গত কয়েকদিন ধরে তাই মোহনবাগানের নতুন সভাপতি হিসেবে রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটকের নাম ভাসছিল। দুজনেই পূর্বতন কমিটিতে ছিলেন। কিন্তু পুনরায় তাঁদের সহ-সভাপতি পদেই বহাল রাখা হয়েছে। সহ-সভাপতি পদে দুই মন্ত্রী ছাড়াও রয়েছেন অসিত চট্টোপাধ্যায় এবং নবাগত কুণাল ঘোষ । যদিও কুণাল ঘোষকে কার্যকরী সমিতিতে রাখা নিয়ে সরব হয়েছেন অনেকেই ৷ বাকি দুই সহ-সভাপতি পদের জন্য যোগ্য ব্যক্তির খোঁজ চলছে এখনও ৷ পূর্বতন কমিটিতে সহ-সভাপতি পদে থাকা সৌমিক বসুকে ছেঁটে ফেলা হয়েছে ৷

ময়দানের একাংশ বলতে শুরু করেছে মোহনবাগানের এই নয়া কমিটি নির্বাচনে রাজ্যের শাসকদলের প্রত্যক্ষ প্রশ্রয় রয়েছে ৷ যদিও মোহনবাগান সচিব বলেছেন, "টুটু বসু মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ। এবারের কমিটিতে যাঁরা রয়েছেন তারা যোগ্য বলেই মনোনীত হয়েছেন। কোনও রাজনৈতিক রং প্রাধান্য পায়নি। যাঁরা এসেছেন তাঁরা সবার আগে মোহনবাগানী। কোনও রাজনৈতিক প্রভাব এই ক্লাবে কোনওদিন ছিল না, ভবিষ্যতেও থাকবেও না।" আগামী 23 এপ্রিল সবুজ-মেরুনের সাধারণ সভা ৷ সেখানেই স্বীকৃতি পাবে নবনির্বাচিত কার্যকরী কমিটি । 12 এপ্রিল এটিকে মোহনবাগান এএফসি কাপের ম্যাচের খেলবে। ঘরের মাঠে সেই ম্যাচের জন্য 1এপ্রিল থেকেই দল নিয়ে যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে নেমে পড়বেন জুয়ান ফেরান্দো ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, পয়লা বৈশাখ বার পুজোর দিনে বাগানের পুরো দল ক্লাবের মাঠে আসবে।

আরও পড়ুন : নতুন প্রতিভা তুলে আনতে এবার দ্রোণাচার্যের ভূমিকায় দীপক

নয়া কমিটি হকি এবং মেয়েদের ফুটবলের দল গঠনের বিষয়েও পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে। ক্লাব তাঁবুর থমকে থাকা সংস্কার এবং মূল প্রবেশদ্বারের নির্মাণও দ্রুত হবে বলে জানানো হয়েছে ৷ বিদেশি কোচের তত্ত্বাবধানে যুব ফুটবল উন্নয়ণেও বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ বুধবার নয়া সচিবকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন একদা বাগানের প্রাণভোমরা জোস রামিরেজ ব্যারেটো (Jose Barreto visits Mohun Bagan club tent today)।

Last Updated : Mar 31, 2022, 6:40 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details