হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে 17 বছরের নেহা ঠাকুরের রুপোর পদকের পর, ছেলেদের ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের এবাদ আলি ৷ আইএলসিএ-4 ক্যাটাগরিতে পুরুষদের সেইলিং প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন এবাদ ৷ এটি সেইলিংয়ে ভারতের দ্বিতীয় পদক ৷ এ দিন 400 মিটারের মেডলি রিলে সাঁতারে নয়া জাতীয় রেকর্ড গড়েছে ভারতীয় সাঁতারু দল ৷
ভোপালের সেইলিং স্কুল থেকে উঠে আসা সেইলার নেহা ঠাকুর আইএলসিএ-4 ক্যাটাগরিতে ডিংঘি সেইলিং ইভেন্টের ফাইনালে মোট 32 পয়েন্ট নিয়ে শেষ করেন ৷ তবে, তাঁর সার্বিক স্কোর দাঁড়ায় 27 পয়েন্ট ৷ সেই সুবাদে দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক নিশ্চিত করেন নেহা ৷ মেয়েদের ডিংঘি সেইলিং ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুহান ৷
আর তৃতীয় স্থানে শেষ করে সিঙ্গাপুরের কিয়েরা মারিয়ে কারলেইলে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ মোট 11 রাউন্ডের রেসে নেহা ঠাকুর মোট 32 পয়েন্ট অর্জন করেন ৷ কিন্তু, পঞ্চম রাউন্ডের রেসে পাঁচ নম্বরে শেষ করায় তাঁর স্কোর গিয়ে দাঁড়ায় 27 পয়েন্ট ৷