পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj wins Diamond League: দুরন্ত নীরজ ! ওয়ান্ডা ডায়মন্ড লিগে বাজিমাত ভারতের 'সোনার ছেলে'র - Neeraj wins second straight Diamond League title

লাউসানেতে বাজিমাত করলেন ভারতের সোনার ছেলে । 87.66 মিটারের থ্রো'তে সোনা জিতলেন নীরজ চোপড়া।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 1, 2023, 7:29 AM IST

Updated : Jul 1, 2023, 7:50 AM IST

লাউসানে, 1 জুলাই: দুরন্ত নীরজ । মাংসপেশির চোট সারিয়ে ফিরেছিলেন জ্যাভলিন হাতে । সেখানেই ফের বাজিমাত করলেন ভারতের সোনার ছেলে । লাউসানেতে ওয়ান্ডা ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বে ফের একবার কেরামতি দেখালেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলার ৷ দোহার পর এবার ডায়মন্ড লিগের লাউসানে লেগেও সোনা জিতলেন তিনি ।

এদিন সুইৎজারল্যান্ডের শহরে শুরুটা অবশ্য ভালো হয়নি তাঁর । ফাউল থ্রো দিয়ে শুরু করেন তিনি । তারপরে 83.52 মিটার এবং 85.04 মিটার থ্রো করেছিলেন । চতুর্থ রাউন্ডে ফের ফাউল করে বসেন নীরজ । পঞ্চম থ্রোতে 87.66 মিটারে বাজিমাত করেন তিনি । জার্মানির জুলিয়ান ওয়েবার 87.03 মিটারের থ্রো'তে দ্বিতীয় এবং চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজ 86.13 মিটার থ্রো'তে তৃতীয় স্থান পেয়েছেন ।

সদ্য চোট সারিয়ে ট্র্যাকে ফিরেছেন । প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতিও শুরু করছেন নীরজ ৷ ধীরে ধীরে ছন্দে ফিরছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ৷ যদিও ডায়মন্ড লিগে সোনা জিতলেও নব্বই মিটার ছোড়ার লক্ষ্যপূরণ হল না নীরজের ৷ তবে আসন্ন প্যারিস অলিম্পিক্সে নব্বই মিটার বর্শা ছোড়াকেই পাখির চোখ করেছেন সোনাজয়ী অ্যাথলিট ৷ তাঁর মতে, 90 মিটারের ক্লাবে জায়গা করে নেওয়াটা বিরাট ব্যাপার ৷

চলতি মরশুমে দোহা ডায়মন্ড লিগে অসাধারণ শুরু করেছিলেন নীরজ ৷ 5 মে ওই টুর্নামেন্টে 88.67 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন চোপড়া ৷ এই বছর 19-27 অগস্ট বুদাপেস্টে ও হাঙ্গেরিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ এটি চলতি মরশুমের সবচেয়ে বড় জ্যাভলিন টুর্নামেন্ট ৷

আরও পড়ুন: দোহায় ডায়মন্ড লিগে রেকর্ড নীরজের, তৃতীয়বার শীর্ষে অলিম্পিক্সজয়ী

লাউসানেতে সবার নজর ছিল নীরজের দিকেই ৷ ডায়মন্ড লিগের পরবর্তী ধাপগুলিতে নিজের সেরা পারফরম্যান্সকে টপকে নীরজ 90 মিটারের মাইলফলক ছুঁতে পারেন কি না ৷ তা না হলেও ডায়মন্ড লিগে সেরা হওয়ার খবর সামনে আসতেই অভিনন্দনে ভেসে যাচ্ছেন সোনাজয়ী অ্যাথলিট । নীরজের খেতাব জয়ে ঊচ্ছ্বসিত প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অন্যান্য়রা ৷

Last Updated : Jul 1, 2023, 7:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details