লাউসানে, 1 জুলাই: দুরন্ত নীরজ । মাংসপেশির চোট সারিয়ে ফিরেছিলেন জ্যাভলিন হাতে । সেখানেই ফের বাজিমাত করলেন ভারতের সোনার ছেলে । লাউসানেতে ওয়ান্ডা ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বে ফের একবার কেরামতি দেখালেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলার ৷ দোহার পর এবার ডায়মন্ড লিগের লাউসানে লেগেও সোনা জিতলেন তিনি ।
এদিন সুইৎজারল্যান্ডের শহরে শুরুটা অবশ্য ভালো হয়নি তাঁর । ফাউল থ্রো দিয়ে শুরু করেন তিনি । তারপরে 83.52 মিটার এবং 85.04 মিটার থ্রো করেছিলেন । চতুর্থ রাউন্ডে ফের ফাউল করে বসেন নীরজ । পঞ্চম থ্রোতে 87.66 মিটারে বাজিমাত করেন তিনি । জার্মানির জুলিয়ান ওয়েবার 87.03 মিটারের থ্রো'তে দ্বিতীয় এবং চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজ 86.13 মিটার থ্রো'তে তৃতীয় স্থান পেয়েছেন ।
সদ্য চোট সারিয়ে ট্র্যাকে ফিরেছেন । প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতিও শুরু করছেন নীরজ ৷ ধীরে ধীরে ছন্দে ফিরছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ৷ যদিও ডায়মন্ড লিগে সোনা জিতলেও নব্বই মিটার ছোড়ার লক্ষ্যপূরণ হল না নীরজের ৷ তবে আসন্ন প্যারিস অলিম্পিক্সে নব্বই মিটার বর্শা ছোড়াকেই পাখির চোখ করেছেন সোনাজয়ী অ্যাথলিট ৷ তাঁর মতে, 90 মিটারের ক্লাবে জায়গা করে নেওয়াটা বিরাট ব্যাপার ৷