নয়াদিল্লি, 29 অক্টোবর : এই প্রথম নাম বদলে মেজর ধ্য়ানচাঁদের নামে আত্মপ্রকাশ করতে চলেছে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'খেলরত্ন' ৷ আর সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নাম বদলে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান এবার উঠছে নীরজ চোপড়ার হাতে ৷ 'সোনার ছেলে'র হাতে মেজর ধ্য়ানচাঁদ খেলরত্ন যে উঠতে চলেছে সেটা আন্দাজ করতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷
তবে অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া নীরজ ছাড়াও খেলরত্ন পাচ্ছেন 2020 টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী আরও তিন ৷ এঁরা হলেন রবি কুমার দাহিয়া, লভলিনা বরগোঁহাই এবং পিআর শ্রীজেশ ৷ এক বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে খবরটি নিশ্চিত করেছে ৷
উল্লেখ্য, 2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷