ইউজিন (মার্কিন যুক্তরাষ্ট্র): অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েই ট্র্যাক ছাড়লেন নীরজ চোপড়া । মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের 'সোনার ছেলে' (Neeraj Chopra wins silver at World Athletics Championships)। সেইসঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কাটল ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে ।
এদিন প্রথম তিন রাউন্ডে একেবারেই চেনা মেজাজে ছিলেন না ভারতের জ্যাভলিন থ্রোয়ার । পার্সোনাল বেস্ট থেকে অনেকটাই দূরে থেকে (86.37 মিটার) প্রথম তিন রাউন্ডের পর চতুর্থস্থানে অবস্থান করছিলেন টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ী । ততক্ষণে 90.46 মিটার দূরত্ব সোনা কার্যত নিজের নামে করে নিয়েছেন গ্রেনাডার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্য়ান্ডারসন পিটার্স । তবে চতুর্থ প্রচেষ্টায় পদক নিশ্চিত করে ফেলেন নীরজ । অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিয়ে 88.13 মিটার দূরত্ব ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় তারকা ।