হ্যাংঝাউ, 4 অক্টোবর:নীরজ এবং কিশোরকুমার জেনার জ্যাভলিন ইভেন্ট মাত করল হ্যাংঝাউয়ে ৷ সোনার ছেলে ধরে রাখলেন তাঁর খেতাব ৷ পাশাপাশি ভারতেই এল রুপো ৷ কিশোরকুমার জেনা রুপো এনে দিলেন ভারতকে ৷ এশিয়ান গেমসে জ্যাভলিনে তাঁরা ইতিহাস গড়লেন ৷ এই ইভেন্টে এর আগে কখনও একসঙ্গে সোনা ও রুপো জেতেনি দেশ ৷
বুধবার চতুর্থ প্রচেষ্টায় 88.88 মিটার বর্শা ছুড়ে দেশের হয়ে আরও একটি সোনার পদক ঝুলিতে ভরে নেন পানিপথের নীরজ ৷ পাশাপাশি ওড়িশার কিশোর জেনাও চতুর্থ প্রচেষ্টায় 87.54 মিটার থ্রো করেন। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই চলে আসে ভারতের ঘরে। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি 80 মিটার পেরলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন তিনি।
2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। পাঁচ বছর পর হ্যাংঝাউয়ে সেই খেতাব ধরে রাখলেন নীরজ চোপড়া। কিশোর জেনার সঙ্গে দুর্দান্ত লড়াই হলেও, শেষপর্যন্ত সতীর্থকে টেক্কা দিলেন নীরজ। গত কয়েক বছর ধরে ভারতের সেরা অ্যাথলিট হিসেবে গণ্য করা হচ্ছে নীরজ চোপড়াকে। টোকিও অলিম্পিক্সে সোনা জয় নীরজের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছে। আজও গোটা ভারতের চোখ ছিল সোনার ছেলের দিকে ৷ তবে এদিন তাঁকে সঙ্গ দেন কিশোর ৷ দু'জনেই দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে ৷