কলকাতা, 14 সেপ্টেম্বর : বাইরে অবিরাম বৃষ্টি ৷ বৃষ্টিতে ভেসে যাচ্ছে গোটা তিলোত্তমা ৷ তার মধ্যে শহরে পা রাখলেন টোকিয়ো অলিম্পিকসে ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া । বুধবার সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন একটি বেসরকারি পার্কে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । সেই উপলক্ষেই কলকাতায় আগমন তাঁর ৷ অলিম্পিকসে সোনা জেতার পর এই প্রথম কলকাতায় এলেন নীরজ ৷
টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন হরিয়ানার যুবক নীরজ চোপড়া । যা ভারতীয় অ্যাথলেটিকসের ইতিহাসে সোনায় মোড়া ঘটনা । তার এই কৃতিত্বে ভারতীয় অ্যাথলেটিকস অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে ৷ মঙ্গলবার বিকেলে সেই ছেলে শহরে পা দিলেন ৷ বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষা করছিল সংবাদমাধ্যম । ভিআইপি গেট দিয়ে বেরিয়ে লাল রঙের বিলাসবহুল গাড়িতে উঠে যান । যাওয়ার আগে বললেন, "কলকাতায় এসে ভাল লাগছে ৷"
এছাড়া কলকাতায় এসে কোচ বিতর্কে মুখ খোলেন নীরজ ৷ টোকিয়ো অলিম্পিকসে নীরজের সাফল্যের পিছনে প্রভূত অবদান তাঁর কোচ জার্মান ইউয়ি হোনের (Uwe Hohn) ৷ কিন্তু শোনা যাচ্ছে, অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া ইউয়ি হোনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাঁর পরিবর্তে অন্য কোনও কোচ রাখার কথা ভাবছে এএফআই ৷ বিমানবন্দরে নীরজকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার কোচকে সরানো হয়নি ৷ তিনি এখনও আমার সঙ্গেই রয়েছেন ৷"