পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া - টোকিও অলিম্পিক 2020

টোকিয়ো অলিম্পিক 2020 যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার দক্ষিণ আফ্রিকায় অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে 87.86 মিটার জ্যাভলিন থ্রো করেন ৷

image
নীরজ চোপড়া

By

Published : Jan 29, 2020, 2:59 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : টোকিয়ো অলিম্পিক 2020- র যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া ৷ দক্ষিণ আফ্রিকার কেনিথ ম্যাকআর্থার স্টেডিয়ামে অ্যাথলেটিক্স সেন্ট্রাল নর্থ ইস্ট মিটে 87.86 মিটার জ্যাভলিন থ্রো করে যোগ্যতা অর্জন করেন তিনি ৷

কনুইয়ের চোট সারিয়ে এসে এটাই নীরজের প্রথম ইভেন্ট ৷ ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফ থেকে এই ইভেন্টটার আন্তর্জাতিক মান্যতা নিয়ে খোঁজ নেওয়া হয় ৷ দক্ষিণ আফ্রিকা ফেডারেশন থেকে সম্মতি পাওয়ার পর এই বিষয়ে নিশ্চিয়তা দেওয়া হয় ৷

নীরজ ছাড়াও আরও চারজন এই ইভেন্টে অংশ নেন ৷ ভারত থেকে অংশ নেন রোহিত যাদব ৷ অন্য তিন জন প্রতিযোগীরা সবাই ফ্রান্সের ৷ নীরজের শেষ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা হল 2018 সালের জাকার্তা এশিয়ান গেমস ৷ তিনি ওই প্রতিযোগিতায় 80.06 মিটার থ্রো করে সোনা জেতেন ৷

ABOUT THE AUTHOR

...view details