বুদাপেস্ট, 25 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের এখনও বাকি এক বছর ৷ তার আগেই ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ মঞ্চের টিকিট নিশ্চিত করে ফেললেন নীরজ চোপড়া ৷ শুক্রবার বুদাপেস্টে বিশ্ব জ্যাভলিন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন ভারতের তারকা জ্যাভলার ৷ এদিন নিজের প্রথম থ্রোয়ে 88.77 মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন নীরজ ।
অলিম্পিক্সে সোনা জয়ের থ্রো’তে 87.58 মিটার দূরে বর্শা ছুড়েছিলেন ৷ বুদাপেস্টে তার থেকেও বেশি দূরে জ্যাভলিন ছুড়লেন তিনি । এটি তার কেরিয়ারের চতুর্থ সেরা পারফর্ম্যান্স ৷ 2024 প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য 1 জুলাইয়ের পর যেকোনও প্রতিযোগীতায় 85.50 মিটার দুরে বর্শা ছুড়তে হতো । প্রথম থ্রোয়েই তা টপকে যান নীরজ ৷
আরও পড়ুন: দুরন্ত নীরজ ! ওয়ান্ডা ডায়মন্ড লিগে বাজিমাত ভারতের 'সোনার ছেলে'র
গতবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে রুপো এনেছিলেন ভারতের সোনার ছেলে ৷ অনুরাগীদের প্রত্যাশায় সিলমোহর দিয়ে 88.13 মিটার দূরত্ব ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেন ভারতীয় তারকা । বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রায় দু'দশকের পদক খরা কেটেছে ভারতের । অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন ভারতকে । বুদাপেস্টে যেই পারফর্ম্যান্স দেখিয়ে নীরজ ফাইনালের টিকিট নিশ্চিত করলেন, ভারত রবিবার পোডিয়াম ফিনিশের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ৷
দুরন্ত থ্রো’য়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়ার সঙ্গে একই গ্রুপে রয়েছেন ডিপি মনু ৷ ভারতের আরেক তারকা দ্বিতীয় প্রচেষ্টায় 81.31 মিটারের সেরা থ্রো নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন । রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনিও ৷ আরেক ভারতীয়, কিশোর জেনাও গ্রুপ বি থেকে ফাইনালে পৌঁছেছেন ।