Khel Ratna : প্রত্যামতই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ 'সোনার ছেলে' ছাড়াও বর্ষসেরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হলেন আরও 10 ক্রীড়াবিদ ৷
ন্যাশানাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার 11জন অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ৷ নীরজ চোপড়া ছাড়াও চলতি মাসে সাফ চ্যাম্পিয়ন জয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নামও দেশের বর্ষসেরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হয়েছে ৷ এছাড়াও খেলরত্নের মনোনয়নের তালিকায় রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় কুস্তিগীর রবি ধাহিয়া, মহিলা বক্সিংয়ে দেশকে ব্রোঞ্জ এনে দেওয়া লভলিনা বড়গোহাঁই এবং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ, ভারতীয় মহিলা ক্রিকেট (টেস্ট ও ওয়ান ডে ) দলের অধিনায়ক মিতালি রাজও খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৷ এছাড়া এই তালিকায় রয়েছেন প্রমোদ ভাগত (ব্যাডমিন্টন), সুমিত অনতিল (অ্যাথলেটিক্স), অভানি লেখারা (ব্যাডমিন্টন), কৃষ্ণা নাগর (ব্যাডমিন্টন) ও মণীশ নরওয়াল (শুটিং) ৷