পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra : খেলরত্ন পুরস্কারে মনোনীত নীরজ-সুনীল - নীরজ চোপড়া

এবার থেকে খেলরত্ন পুরস্কার দেওয়া হবে হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নামে ৷ দেশের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার খেলরত্ন ৷ চলতি বছর 6 অগস্ট টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, এবার থেকে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারের নাম হতে চলেছে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার' ৷

Neeraj Chopra
খেলরত্ন পুরস্কারে মনোনীত নীরজ-সুনীল

By

Published : Oct 27, 2021, 7:07 PM IST

Updated : Oct 27, 2021, 7:57 PM IST

Khel Ratna : প্রত্যামতই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ 'সোনার ছেলে' ছাড়াও বর্ষসেরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হলেন আরও 10 ক্রীড়াবিদ ৷

ন্যাশানাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার 11জন অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ৷ নীরজ চোপড়া ছাড়াও চলতি মাসে সাফ চ্যাম্পিয়ন জয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নামও দেশের বর্ষসেরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য মনোনীত হয়েছে ৷ এছাড়াও খেলরত্নের মনোনয়নের তালিকায় রয়েছেন টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় কুস্তিগীর রবি ধাহিয়া, মহিলা বক্সিংয়ে দেশকে ব্রোঞ্জ এনে দেওয়া লভলিনা বড়গোহাঁই এবং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ, ভারতীয় মহিলা ক্রিকেট (টেস্ট ও ওয়ান ডে ) দলের অধিনায়ক মিতালি রাজও খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৷ এছাড়া এই তালিকায় রয়েছেন প্রমোদ ভাগত (ব্যাডমিন্টন), সুমিত অনতিল (অ্যাথলেটিক্স), অভানি লেখারা (ব্যাডমিন্টন), কৃষ্ণা নাগর (ব্যাডমিন্টন) ও মণীশ নরওয়াল (শুটিং) ৷

এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট ৩৫ জন ক্রীড়াবিদ ৷ এঁদের মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার শিখর ধাওয়ান, প্যারা টেবিল টেনিসের ভাবিনা প্যাটেল, প্যারা শাটলার সুহাস, হাই-জাম্পার নিশাদ কুমার, শরদ কুমার ও প্রবীণ কুমার, ব্যাডমিন্টন খেলোয়াড়া সুভাষ এলওয়াই, শুটার সিংরাজ আধানা এবং তিরন্দাজ হরভিন্দর সিং ৷ এছাড়াও টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী হকি দলের খেলোড়রা ৷ হকি দলের খেলোয়াড়দের মধ্যে মনপ্রীত সিং এবং শ্রীজেশ নেই ৷ কারণ ইতিমধ্যেই দু'জনে অর্জুন পুরস্কার পেয়েছেন ৷

আরও পড়ুন :রাজীব নয়, খেলরত্নে এবার মেজর ধ্যানচাঁদ

খেলরত্ন পুরস্কারে মনোনীত: নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স), সুনীল ছেত্রী (ফুটবল), পিআর শ্রীজেশ (হকি), লভলিনা বড়গোহাঁই (বক্সিং), রবি কুমার দাহিয়া (কুস্তি), প্রমদ ভগত (প্যারা-ব্যাডমিন্টন), আভনি লেখারা (প্যারা-শুটিং), কৃষ্ণ নাগর (প্যারা-ব্যাডমিন্টন), সুমিত অনতিল (প্যারা-অ্যাথলেটিক্স) ও মণীশ নারওয়াল (প্যারা-শুটিং) ও মিতালি রাজ (ক্রিকেট) ৷

Last Updated : Oct 27, 2021, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details