পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Chopra: প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি জয় নীরজের - Neeraj Chopra wins Lausanne Diamond League title

'সোনার ছেলে' নীরজ চোপড়ার স্বপ্নের দৌড় অব্যাহত ৷ বৃহস্পতিবার তিনি ডায়মন্ড লিগ ট্রফি (Diamond League Trophy) জিতেছেন (Neeraj Chopra) ৷ তাঁর আগে কোনও ভারতীয় এই প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি ।

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 9, 2022, 8:16 AM IST

Updated : Sep 9, 2022, 9:54 AM IST

জুরিখ, 9 সেপ্টেম্বর:একের পর এক ইতিহাস গড়ে চলেছেন নীরজ চোপড়া ৷ বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের জুরিখে প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি জিতলেন এই জ্যাভলিন থ্রোয়ার নীরজ (javelin thrower) ৷ প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় বারের চেষ্টায় তিনি 88.44 মিটার দূরত্বে ছুড়তে পেরেছিলেন ৷ সেটাই ভারতের অন্যতম সেরা অ্যাথলিটের জন্য যথেষ্ট ছিল (Neeraj Chopra first Indian to clinch Diamond League Trophy in Zurich) ৷

টোকিও অলিম্পিকসে (Tokyo Olympics gold medallist) সোনা জয়ী অ্যাথলিট তৃতীয় বারের চেষ্টায় 88 মিটারে ছোড়েন ৷ চতুর্থবারে 86.11 মিটার, পঞ্চম বারে 87 মিটারে এবং শেষ চেষ্টায় 83.6 মিটার পর্যন্ত পৌঁছয় তাঁর জ্যাভলিন ৷ অলিম্পিকসে রুপো জেতা চেজ রিপাবলিকের জাকুব ভাদেলজের জ্যাভেলিন (Jakub Vadlejch of the Czech Republic) পৌঁছয় 86.94 মিটার পর্যন্ত ৷

আরও পড়ুন: চোট সারিয়েই ইতিহাস নীরজের, বর্শায় ডায়মন্ড লিগের প্রথম সোনা গাঁথলেন চোপড়া

এর আগে, বার্মিংহ্যামের কমনওয়েলথ গেমস থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অলিম্পিকের চ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার ৷ ট্র্যাকে ফিরেই লুসেন ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন চোপড়া (Neeraj Chopra wins Lausanne Diamond League title) ৷ টোকিয়োতে ইতিহাস গড়ার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি । তারপর চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেন ।

Last Updated : Sep 9, 2022, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details