জুরিখ, 1 সেপ্টেম্বর: জুরিখে ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া (85.71 মিটার) ৷ খেতাব ধরে রাখতে ব্যর্থ হলেন বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকসে সোনা জয়ী ৷ মাত্র 15 সেন্টিমিটারের জন্য দ্বিতীয় হতে হল দেশের 'সোনার ছেলে'কে । বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয়ের 3 দিনের মাথায় জার্মানির জুরিখে ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট ৷ সেখানে চেক রিপাবলিকের জ্যাকব ভাদলেচের (85.86 মিটার) কাছে হারতে হল তাঁকে ৷
নীরজ তাঁর প্রথম চেষ্টায় 80.79 মিটার জ্যাভলিন ছোড়েন ৷ প্রথম রাউন্ডে 81.62 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে লিড নেন এডিস মাতুসেভিসিয়াস ৷ দ্বিতীয় চেষ্টায় নীরজ এবং এডিসকে পিছনে ফেলে এগিয়ে যান চেক রিপাবলিকের জ্যাকব ভাদলেচ (83.46 মিটার) ৷ এবার একের পর এক ফাউল করেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ৷ ফাউলের জন্য তাঁর দ্বিতীয় থ্রো বাতিল হয়ে যায় ৷ তাও 3 নম্বর স্থান ধরে রেখেছিলেন ৷ তৃতীয় রাউন্ডে আবারও ফাউল করে পাঁচ নম্বরে নেমে আসেন নীরজ ৷
চতুর্থ রাউন্ডে ভালো না করলে দ্বিতীয় হতেও পারতেন না ৷ সেখানে সবার আগে ছিলেন জ্যাকব ভাদলেচ ৷ পঞ্চম রাউন্ডেও নীরজের থ্রো ফাউলের কারণে বাতিল হয় ৷ এদিন মোট তিনবার ফাউল করেছেন বিশ্বচ্যাম্পিয়ন ৷ ষষ্ঠ তথা শেষ রাউন্ডে নীরজ 85.71 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ৷ চেক রিপাবলিকের জ্যাকব ভাদলেচের থেকে সামান্য দূরত্ব পিছনে গিয়ে পড়ে নীরজের জ্যাভলিন ৷ সেই সঙ্গে গতবারের ডায়মন্ড লিগ জয়ীর হাত থেকে খেতাব বেরিয়ে যায় ৷