পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Neeraj Wins Diamond League: দোহায় ডায়মন্ড লিগে রেকর্ড নীরজের, তৃতীয়বার শীর্ষে অলিম্পিক্সজয়ী - Javelin throw

কাতারের রাজধানী দোহায় ডায়মন্ড লিগে জয়ী নীরজ চোপড়া ৷ এবার প্রথম থ্রোতেই বাজিমাত করেছেন অলিম্পিক্সজয়ী ৷ 88.67 মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন ৷ ডায়মন্ড লিগে এ নিয়ে তৃতীয়বার শীর্ষস্থানটি নিজের দখলে রাখলেন ভারতের সোনার ছেলে ৷

Neeraj Chopra
নীরজ চোপড়া

By

Published : May 6, 2023, 7:37 AM IST

Updated : May 6, 2023, 8:23 AM IST

দোহা, 6 মে: মরশুমের শুরুটা দারুণ ভাবে করলেন নীরজ চোপড়া ৷ চোট-আঘাতে ছিটকে যাওয়ার পর প্রত্যাবর্তনটা সবসময়ই কঠিন ৷ তবে সেটাই যদি খেতাব জয় করে হয় তাহলে তা নিঃসন্দেহে তারিফ যোগ্য ৷ শনিবার দোহা ডায়মন্ড লিগে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া ৷ 88.67 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তৃতীয়বার ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন নীরজ ৷

টোকিও অলিম্পিক্সে সোনা জেতা এই অ্যাথলিট দারুণভাবে এই মরশুমের সূচনা করেছেন ৷ দোহায় প্রথম থেকেই ছন্দে ছিলেন । নীরজ চোপড়ার প্রথম থ্রোই খেতাব নিশ্চিত করে দেয় ৷ এরপরের দুই ছোড়া ছিল যথাক্রমে 86.04 মিটার, 85.47 মিটারের। চতুর্থ ছোড়াটিতে ফাউল করেন নীরজ ৷ পঞ্চম চেষ্টায় 84.37 মিটার দূরে ছোড়েন তিনি । ষষ্ঠ প্রয়াসে 86.52 মিটারে ছোড়েন অলিম্পিক্সে সোনা জয়ী ৷

দোহায় 90 মিটারের দূরত্বে বর্শা ছুড়বেন বলে আত্মবিশ্বাসী ছিলেন নীরজ, যদিও তা অধরা রইল ৷ বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় 93 মিটারের দূরত্ব ছুড়ে সবাইকে চমকে দিয়েছিলেন ৷ দোহাতে নীরজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন পিটার্স ৷ যদিও ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে টপকাতে পারেননি তিনি । টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী জাকুর ভালদেচ এবারে শেষ করলেন দ্বিতীয় হয়েই ৷ নীরজের থ্রো থেকে মাত্র 4 সেন্টিমিটার কম দূরত্বে ছুড়ে দ্বিতীয় স্থানে তিনি ৷ সেই ছোড়াটি ছিল 88.63 মিটারের । অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা ছোড়া ছিল 85.88 মিটারের ৷

চোট সারিয়ে ট্র্যাকে ফিরে প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করছেন নীরজ ৷ ধীরে ধীরে তিনি ছন্দে ফিরেছেন ৷ ডায়মন্ড লিগে সোনা জিতলেও নব্বই মিটার ছোড়ার লক্ষ্যপূরণ হল না নীরজের ৷ তবে আসন্ন প্যারিস অলিম্পিক্সে নব্বই মিটার বর্শা ছোড়াকে পাখির চোখ করেছেন সোনা জয়ী অ্যাথলিট ৷ তাঁর মতে নব্বই মিটারের ক্লাবে জায়গা করে নেওয়াটা বিশাল ব্যাপার ৷ অলিম্পিক্সে সোনা জয়ের পরে তাই সেই স্বপ্নপূরণে চোখ রেখেছেন ৷ ডায়মন্ড লিগে খেতাব এলেও নব্বই মিটার দূরত্বে ছোড়ার লক্ষ্য যে প্যারিসের প্রস্তুতি, তা শনিবারের পারফরম্যান্স থেকে ধরে নেওয়া যায় ৷

দোহায় সবার নজর ছিল অলিম্পিক অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয়ী ক্রীড়াবিদের দিকেই ৷ ডায়মন্ড লিগের পরবর্তী ধাপগুলিতে নিজের সেরা পারফরম্যান্সকে টপকে নীরজ 90 মিটারের মাইলফলক ছুঁতে পারেন কি না ৷ তা না হলেও ডায়মন্ড লিগে সেরা হওয়ার খবর সামনে আসতেই অভিনন্দনে ভেসে যাচ্ছেন তিনি । নীরজের খেতাব জয়ে ঊচ্ছ্বসিত প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু, ক্রীড়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ একের পর এক টুইট করে তাঁরা সোনার ছেলেকে অভিনন্দন জানিয়েছেন ৷

নীরজ গত বছরেই জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ সেবার তিনি ছুড়ে ছিলেন 88.44 মিটার ৷ এবছর তিনি আরও কিছুটা বেশি ছুড়েছেন ৷ সেদিক থেকে বলা যায় স্বপ্নপূরণের কিছুটা কাছে পৌঁছেছেন তিনি ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এখন বিতর্কের হাওয়া ৷ ক্রীড়াপ্রশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেশের কুস্তিগীররা ৷ সেখানে নীরজের এই সাফল্য যে শুধু ক্রীড়াবিদদের প্রতিবাদকে শক্তিশালী করবে তাই নয়, তাঁদের অনুপ্রেরণা জোগাবে ৷

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি জয় নীরজের

Last Updated : May 6, 2023, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details