বুদাপেস্ট, 28 অগস্ট: বর্শা গেঁথে অধরা মাধুরী এনে দিলেন নীরজ চোপড়া ৷ বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জিতলেন কোনও ভারতীয় ৷ তবে খেতাব জয়ের পরেও মাটিতে পা রেখে চলছেন বিশ্বজয়ী জ্যাভলিন থ্রোয়ার ৷ জানালেন, এখনও অনেক ভুলত্রুটি রয়েছে ৷ সেগুলি শুধরে নিতে চান নীরজ চোপড়া ৷ এমনকি 'সর্বকালের সেরা' জ্যাভলিন থ্রোয়ারের উপাধিতেও আপত্তি রয়েছে তাঁর ৷ 88.17 মিটার দূরে বর্শা ছুড়ে রবিবার মধ্যরাতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নীরজ ৷ এরপর তাঁকে ভারত তথা বিশ্বের 'সর্বকালের সেরা' বলছে ক্রীড়ামহল ৷ যা মানতে নারাজ নয়া বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ার ৷
কেরিয়ারের শুরুতেই বিশ্বের ক্রীড়ামহল তাঁকে সর্বকালের সেরা বলছে ৷ এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে সংবাদমাধ্যমকে নীরজের সাফ জবাব, "আমি কোনওদিন নিজেকে সেরা বলতে পারব না ৷ কারণ, আমি এখনও অনেক ভুল করি ৷ যেগুলি শোধরাতে হবে ৷ অনেক কাজ করা বাকি আছে ৷ তাই সর্বকালের সেরা পরের বিষয়, নিজেকে আগামী টুর্নামেন্টগুলোতে জেতার জন্য তৈরি করতে চাই ৷" জ্যাভলিন বিশ্ব চ্যাম্পিয়নের এই জবাবেই স্পষ্ট তিনি উপাধিতে নয়, কাজে বিশ্বাসী ৷