শিলিগুড়ি, 6 অগাস্ট : নিখোঁজ বাংলার জাতীয় স্তরের টেবিল টেনিসে সোনাজয়ী খেলোয়াড় সুজিত চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সেদিন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাড়িতে দুজন বাইকে করে এসে সুজিতকে ডেকে নিয়ে যায় ৷ এরপর থেকেই নিরুদ্দেশ ওই প্রতিভাবান টিটি খেলোয়াড় ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ৷
এছাড়া এই বিষয়ে সুজিতের মা সুজাতা চট্টোপাধ্যায় বলেন, "আমি ঘরে ছিলাম না, টিভি দেখতে প্রতিবেশীর ঘরে গিয়েছিলাম । এসে দেখি ছেলে ঘরে নেই । 4 অগাস্ট সন্ধ্যায় দুজন একটি স্কুটিতে এসে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় বলে একজন আমায় জানান । ওই দিন রাতেই দুজন অচেনা যুবক ফের বাড়িতে এসে ছেলের খোঁজ করে । না পেয়ে তাকে খুন করার হুমকি দিয়ে যায় । আমাকেও শাসিয়ে যায় । ওর বাবা নেই। আমিই সামান্য কাজ করে ওর পড়াশোনা ও খেলাধূলো চালাই । কী হয়েছে কিছুই বুঝতে পারছি না ।" সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর বুধবার রাতে লিগাল এইড ফোরামের সহায়তায় শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ খেলোয়াড়ের মা । তিনি বলেন, "আর কিছু চাই না। আমার ছেলেকে সুস্থ অবস্থায় খুঁজে এনে দিন, এটুকুই চাইছি ।"