নয়াদিল্লি, 6 অগস্ট : খেলরত্ন (Rajiv Gandhi Khel Ratna) পুরস্কার থেকে সরে গেল রাজীব গান্ধির নাম ৷ এবার থেকে হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত হবে দেশের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারের নাম ৷ আজ টুইট করে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার থেকে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কারের নাম হতে চলেছে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার' ৷ প্রধানমন্ত্রী আজ টুইটে লেখেন, "খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদের নামে চালু করার প্রচুর অনুরোধ এসেছে আমার কাছে ৷ সাধারণের অনুরোধ রেখে আজ থেকে খেলরত্নের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হল ৷ জয় হিন্দ ৷"
হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে ৷ 1936 সালের বার্লিন অলিম্পিকসে (ধ্যানচাঁদের শেষ অলিম্পিকস) 13টি গোল করেছিলেন ধ্যানচাঁদ ৷ মোট তিনটি অলিম্পিকসে দেশকে সোনার পদক জেতানোর পাশাপাশি 39টি গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর ৷ 29 অগস্ট ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালিত হয় ৷ ওইদিন রাষ্ট্রপতি ভবনে দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয় ৷ খেলরত্ন পুরস্কার ছাড়াও অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ৷