নয়াদিল্লি, 5 অগস্ট: শনিবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং প্রণীত কৌরকে টুইটারে অভিনন্দন জানান তিনি ৷ তাঁর বার্তা, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল এই সাফল্য ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বজয়ীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ৷ মুখ্যমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় লিখেছেন, তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সকল ভারতীয়ের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে ৷
বার্লিনে আয়োজিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কম্পাউন্ড দল 235-229 পয়েন্টে মেক্সিকোর প্রতিপক্ষকে হারিয়েছে ৷ এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলের প্রথম সোনা জয় ৷ এই অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা কম্পাউন্ড দলকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত ৷ আমাদের অসাধারণ মহিলা কম্পাউন্ড দল বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে ৷ আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাই ৷ তাঁদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল এই সাফল্য ৷"