কলকাতা, 23 সেপ্টেম্বর: মরশুম শুরুর আগে দলবদলের বাজারে নয়া ফুটবলারের অন্তর্ভুক্তির পাশাপাশি লাল-হলুদ জনতার আগ্রহ ছিল নাওরেম মহেশ সিংয়ের চুক্তি নবীকরণের বিষয়টিতে ৷ গত মরশুমে দুরন্ত পারফরম্যান্স করে বর্তমানে ইগর স্টিম্যাচের জাতীয় দলে নিয়মিত সদস্য এই উইঙ্গার ৷ মহেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল একাধিক বিগ বাজেটের দল ৷ এমতাবস্থায় লাল-হলুদ জনতার দাবি ছিল, মহেশের সঙ্গে চুক্তি আরও বাড়িয়ে নিক বিনিয়োগকারী সংস্থা ৷ মহেশের এজেন্টের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয় ৷ অবশেষ বেরিয়ে এল রফাসূত্র ৷
2023-24 পর্যন্ত তো ছিলই, আরও তিনবছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করে নিলেন মণিপুরি ফুটবলার। শনিবার তাঁর চুক্তি নবীকরণের খবরটি সরকারিভাবে জানানো হল ইমামি ইস্টবেঙ্গলের তরফে। নয়া চুক্তি অনুযায়ী লাল-হলুদের হয়ে 2026-27 মরশুম খেলবেন মহেশ। এ যাবৎ লাল-হলুদ জার্সিতে 48 ম্যাচে 8 গোল করেছেন। সঙ্গে 24 বছরের ফুটবলারটি নামের পাশে রয়েছে সাতটি অ্যাসিস্ট। আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়ে মহেশ বলেছেন, "আমার কাছে ইস্টবেঙ্গল শুধু ক্লাব নয়, পরিবার। আইএসএলে এই ক্লাবের হয়েই যাত্রা শুরু করেছিলাম। এবার তা আরও দীর্ঘায়ত হল। আমি ইমামি ইস্টবেঙ্গলের কাছে কৃতজ্ঞ। একইভাবে কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছেও কৃতজ্ঞ। কারণ, ক্লাবের পরিকল্পনায় আমাকে রাখা হয়েছে এবং আরও পরিণত ফুটবলার হয়ে উঠতে সাহায্য করেছে।"