পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nadal in Roland Garros: অবসরের ইঙ্গিত ! ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের - ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল । সম্রাটকে ছাড়াই লাল সুরকিতে অনুষ্ঠিত হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 18, 2023, 9:27 PM IST

Updated : May 19, 2023, 12:15 AM IST

প্যারিস, 18 মে: কয়েকমাস আগেই টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার। চিরপ্রতিদ্বন্দ্বী ব়্যাকেট তুলে রাখার পর এবার পদাঙ্ক অনুসরণ করার ইঙ্গিত দিয়ে রাখলেন আরেক এক কিংবদন্তি । শুরু হতে চলা ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। সম্রাটকে ছাড়াই লাল সুরকিতে অনুষ্ঠিত হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম । একই সঙ্গে 14বার প্যারিস সেরা হওয়া নাদাল আগামী বছরেই টেনিসকে বিদায় জানানোর বার্তাও দিয়ে রাখলেন ।

এক বিবৃতিতে নাদাল বলেন, "আমি গত চার মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছি সুস্থ হওয়ার । অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি খুব কঠিন মাস গিয়েছে । আজ আমি এখনও এমন একটি জায়গায় রয়েছি যে রোঁলা গারোয় খেলার অবস্থায় নেই । 36 বছর বয়সি স্প্যানিয়ার্ড চলতি বছরের জানুয়ারির পর থেকেই কোর্টের বাইর । অস্ট্রেলিয়ান ওপেনে বাঁ-পায়ের ইলিওপসোয়াস পেশীতে আঘাত পেয়েছিলেন । আশা করেছিলেন, ছয় থেকে আট সপ্তাহের রি-হ্যাবে সুস্থ হয়ে কোর্টে ফিরবেন ।

আরও পড়ুন: ‘বিউটি অফ স্পোর্টস’, রজার-নাদাল মুহূর্তে আবেগপ্রবণ বিরাট

তিনি লাল সুরকির রাজা ৷ আপামর বিশ্ব যাকে চেনে ‘কিং অফ ক্লে’ নামে ৷ যিনি রোঁলা গারোর লাল মাটিতে খেলতে নামলে অতি গুরুত্বপূর্ণ কাজও ভুলে যান ফরাসিরা, বিশ্বের টেনিসপ্রেমীরা ৷ ইশ্বরের কাছে তখন একটাই চাওয়া, ‘এই লোকটা যেন কোনওদিন ব়্যাকেট তুলে না রাখে ৷’ কারণ, 2005 সাল থেকে এই লাল সুরকিতেই যে আলপনা আঁকছেন রাফায়েল নাদাল ।

সেই টেনিসকেই এবার বিদায় জানাতে চলেছেন টেনিস সম্রাট । নাদাল নিজেই জানিয়েছেন, 2024 সালেই হয়তো ব়্যাকেট তুলে রাখতে চলেছেন তিনি । তার অন্যতম কারণ শারীরিক সক্ষতা । শিল্পের পাশাপাশি পাওয়ার টেনিস রাফার অন্যতম অস্ত্র । যা শুধু ট্রফিই দেয়নি নাদালকে, দিয়েছে চোট-আঘাতও । কেরিয়ারে একাধিকবার ভুগিয়েছে কোমর, হাঁটুর চোট ।

আরও পড়ুন: এতিহাদে ইতিহাস ম্যান সিটির, সিলভার জাদুতে পর্যুদস্ত রিয়াল

Last Updated : May 19, 2023, 12:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details