নয়াদিল্লি, 25 জুন : মান্ডোলি থেকে তিহার জেলে স্থানান্তরিত করা হল সুশীল কুমারকে ৷ ছত্রাশাল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত তিনি ৷ দিল্লির মুন্ডকা এলাকা থেকে 23 মে দিল্লি পুলিশের বিশেষ দল সুশীল ও তাঁর সহযোগী অজয়কে গ্রেফতার করে ৷
প্রসঙ্গত সুশীল কুমারকে 2 নম্বর তিহার জেলে পাঠিয়েছে দিল্লি পুলিশ ৷ যদিও জেল প্রশাসনের তরফে বলা হয়েছে এটি নিয়মমাফিক ৷ তবে সূত্রের খবর অনুযায়ী নিরাপত্তাজনিত কারণে তাঁকে তিহারে স্থানান্তরিত করা হয়েছে ৷
স্টেডিয়ামের মধ্যে সুশীল কুমার ও তাঁর বন্ধুদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয় সাগর রানার ৷ আরও দু’জন কুস্তিগীরের গুরুতর আহত হন ৷ গত 4 মে ঘটনাটি ঘটে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে ৷
আরও পড়ুন :On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না
আজ দিল্লির আদালত সুশীল কুমারের বিচার বিভাগীয় হেফাজতের সময়সীমা বাড়িয়ে 25 জুন পর্যন্ত করে ৷ দুই বারের অলিম্পিক্সে পদক জয়ী সুশীলের বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগ আছে ৷ পুলিশের দাবি, সুশীল কুমার হলেন প্রধান দোষী ও এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ৷