পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 5, 2022, 7:26 AM IST

ETV Bharat / sports

CWG 2022: ইতিহাস গড়ে লং-জাম্পে রুপো আনলেন শ্রীশংকর, প্যারাপাওয়ারলিফটিং'য়ে সোনা সুধীরের

লং-জাম্পে রুপো জিতে ইতিহাস গড়ে ফেললেন মুরলি শ্রীশংকর । কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষ লং-জাম্পে প্রথম রুপো এল কেরল অ্যাথলিটের সৌজন্যে (Murali Sreeshankar wins historic long jump silver)। এর আগে গেমসের ১৯৭৮ সংস্করণে সুরেশ বাবুর হাত ধরে পুরুষ লং-জাম্পে ব্রোঞ্জ এসেছিল ভারতের ঘরে ।

CWG 2022
Etv Bharatইতিহাস গড়ে লং-জাম্পে রুপো আনলেন শ্রীশংকর

বার্মিংহ্যাম, 5 অগস্ট: তাঁরই মতো পোডিয়াম শীর্ষে ফিনিশ করা বাহমাসের প্রতিদ্বন্দ্বীরও সেরা পারফরম্যান্স ছিল 8.08 মিটার । কিন্তু সেরা বেছে নিতে প্রতিযোগিতার নিয়ম মেনে এক্ষেত্রে নির্ণায়ক হয়ে দাঁড়াল সেকেন্ড বেস্ট পারফরম্যান্স । সেখানেই ভারতীয় লং-জাম্পারকে পিছনে ফেললেন লাকুয়ান নাইর্ন । তাতে কী? লং-জাম্পে রুপো জিতে ইতিহাস গড়েই ফেললেন মুরলি শ্রীশংকর । কমনওয়েলথ গেমসের ইতিহাসে পুরুষ লং-জাম্পে প্রথম রুপো এল কেরল অ্যাথলিটের সৌজন্যে (Murali Sreeshankar wins historic long jump silver)।

এর আগে গেমসের 1978 সংস্করণে সুরেশ বাবুর হাত ধরে পুরুষ লং-জাম্পে ব্রোঞ্জ এসেছিল ভারতের ঘরে । যাইহোক, জাতীয় রেকর্ড হোল্ডার শ্রীশংকর এবার সেই নজির ভাঙবেন, তেমনটাই প্রত্যাশা ছিল অনুরাগীদের । হতাশ করেননি দক্ষিণী লং-জাম্পার । ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় 8.08 মিটার লাফিয়ে রুপো আনলেন তিনি । টোকিয়োর ব্যর্থতার পর ক্রমাগত 8 বা তার বেশি দূরত্ব লাফিয়ে কমনওয়েলথের আসরে পা রেখেছিলেন শ্রীশংকর । চলতি বছর এপ্রিলে 8.36 মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড নিজের নামে করে নেন । তবু গেমসে আসার আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা উদ্বেগ বাড়িয়েছিল । বার্মিংহ্যামে সেই হতাশা ঝেড়ে ফেলে উজ্জ্বল বছর তেইশের লং-জাম্পার ।

আরও পড়ুন: বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন অমিত ও জেসমিন

বৃহস্পতিবার বার্মিংহ্যাম গেমসে ভারতের সাফল্যের ঝুলি এখানেই শেষ নয় । প্রথম প্যারা-অ্যাথলিট হিসেবে বার্মিংহ্যাম গেমসে সোনা জিতলেন সুধীর । নয়া গেমস রেকর্ড গড়ে গেমসে দেশকে ষষ্ঠ সোনা এনে দিলেন সোনপথের পাওয়ারলিফটার (Sudhir wins 6th gold for India)। পোডিয়াম শীর্ষে শেষ করার পথে এদিন 212 কেজি ওজন তোলেন সুধীর । এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে শীর্ষে থেকেই সেমিতে গেল ভারতের পুরুষ হকি দল । 200 মিটারের সেমিফাইনালে প্রবেশ করেছেন হিমা দাস ।

ABOUT THE AUTHOR

...view details