কলকাতা, 16 ডিসেম্বর: "দোকানে মাল নেই শাটার খুলে রেখে কী লাভ।" প্রাক্তন পেসার অশোক দিন্দা বছর আটেক আগে বাংলা দলের হতশ্রী পারফরম্যান্সের বর্ণনায় এমনই কড়া মন্তব্য করেছিলেন ৷ প্রাক্তন ভারতীয় পেসার তথা বর্তমানে বিরোধী দলের বিধায়ক দিন্দার সেই উক্তি যেন আইএসএলে ইস্টবেঙ্গলের বাস্তব চিত্র। হায়দরাবাদের পর মুম্বই সিটি এফসি ৷ এবার ঘরের মাঠে পরাজিত ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 3-0 (Mumbai City FC thrash East Bengal by 3-0)। কিন্তু সংখ্যাটা 6-7 হলেও অবাক হওয়ার কিছু না ৷ আইল্যান্ডারদের হয়ে জোড়া গোল আপুইয়ার (Lalengmawia Ralte), একটি গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart)।
স্কোরবোর্ড যে সত্যি কথা বলে না, তার প্রমাণ এই ম্যাচ। তিন গোলে হার ফুটবলে খুব বড় ব্যবধান নয়। কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল এদিন প্রতিটি গোলে মুম্বইয়ের কাছে আত্মসমর্পণ করেছে, প্রতিপক্ষ লাল-হলুদ ডিফেন্ডারদের নিয়ে যেভাবে ছেলেখেলা করেছে তা লজ্জার। বিশ্বকাপের মরশুমে শীতের সন্ধ্যায় হাজার আটেক ইস্টবেঙ্গল সমর্থক স্টেডিয়ামে ছিলেন। তাদের গলায় স্কার্ফ, মাথায় লাল হলুদ ফেট্টি, হাতে পতাকা। ইস্টবেঙ্গলের থিম সং'য়ের একটি লাইন 'জার্সি আমার মা'। লাইনটির মাহাত্ম্য ইস্টবেঙ্গল সমর্থকরা বুঝলেও ফুটবলাররা নয়।