পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Champions League : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র - AFC Champions League

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) প্রথম কোনও ভারতীয় দল হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র (Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League) ৷ ইরাকের কঠিন প্রতিপক্ষ এয়ারফোর্স ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ল মুম্বই (Mumbai City FC Beat Air Force Club of Iraq by 2-1 Goal) ৷

Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League
Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League

By

Published : Apr 12, 2022, 3:07 PM IST

রিয়াদ, 12 এপ্রিল : ইরাকের এয়ারফোর্স ক্লাবকে হারিয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি ৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের কোনও ম্যাচ জিতেছে মুম্বই সিটি এফসি ৷ রিয়াদের দ্য কিংস আন্তর্জাতিক স্টেডিয়ামে এয়ারফোর্স ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে আইএসএল’র এই ক্লাবটি (Mumbai City FC Beat Air Force Club of Iraq by 2-1 Goal) ৷

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি’র এই ম্যাচের প্রথম হাফে কোনও দলই গোল করতে পারেননি ৷ দ্বিতীয় হাফের 59 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় এয়ারফোর্স ক্লাব ৷ ইরাকের ক্লাবটির হয়ে গোল করেন হাম্মাদি আহমেদ ৷ তবে, মুম্বই সিটি এফসি 70 মিনিটে সমতা ফেরায় ৷ পেনাল্টিতে গোল করেন দিয়েগো মাউরিসিও ৷

আরও পড়ুন : Investigation Against Ronaldo : ক্ষমা চেয়েও মিলল না রেহাই, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে

75 মিনিটে জয়সূচক গোলটি করে মুম্বইয়ের ডিফেন্ডার রাহুল ভেকে ৷ তবে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ 0-3 গোলে হারতে হয় মুম্বই সিটি এফসি’কে ৷ আল সাহাব ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারে মুম্বই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details