পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mukesh Ambani: লিভারপুল কিনছেন মুকেশ অম্বানি? 'দ্য মিরর'-এর রিপোর্টে হইচই

সালাহ-ফিরমিনোদের ক্লাবের নয়া মালিক কে হবেন? তা জানতে আগ্রহ তুঙ্গে ফুটবল জনতার ৷ এমতাবস্থায় 'দ্য মিরর'-এর (The Mirror) রিপোর্টে শোরগোল ৷ ব্রিটেনের দৈনিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, লিভারপুল কেনার দৌড়ে সামিল হয়েছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি (Mukesh Ambani enters race to buy Liverpool FC) ৷

Mukesh Ambani
লিভারপুল কিনছেন মুকেশ অম্বানি? 'দ্য মিরর'-এর রিপোর্টে হইচই

By

Published : Nov 13, 2022, 4:03 PM IST

মুম্বই, 13 নভেম্বর: মালিকানা হস্তান্তর হতে চলেছে প্রিমিয়র লিগ জায়ান্ট লিভারপুলের (Liverpool FC) ৷ 12 বছর দায়িত্ব সামলানোর পর রেডস'দের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (Fenway Sports Group) ৷ সালাহ-ফিরমিনোদের ক্লাবের নয়া মালিক কে হবেন ? তা জানতে আগ্রহ তুঙ্গে ফুটবল জনতার ৷ এমতাবস্থায় 'দ্য মিরর'-এর (The Mirror) রিপোর্টে শোরগোল ৷ ব্রিটেনের দৈনিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, লিভারপুল কেনার দৌড়ে সামিল হয়েছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি (Mukesh Ambani enters race to buy Liverpool FC) ৷

'দ্য মিরর' জানাচ্ছে, এফএসজি 4 বিলিয়ন ব্রিটিশ পাউন্ডে লিভারপুলের মালিকানা অন্যের হাতে সঁপে দেবে ৷ আর 19 বারের প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের মালিকানা পেতে নাকি নিলামপত্র তুলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ৷ ইতিমধ্যেই ক্লাবের নিলাম সম্পর্কিত যাবতীয় খোঁজখবর সেরে ফেলেছেন মুকেশ অম্বানি ৷ তবে বিষয়টি দিনের আলো দেখবে কি না, তা জানতে ধৈর্য ধরতে হবে লিভারপুল প্রেমীদের ৷

ফেনওয়ে স্পোর্টস গ্রুপ সম্প্রতি এক বিবৃতিতে লিখেছে, "ইতিমধ্যেই লিভারপুলের মালিকানা পেতে আগ্রহী বিভিন্ন সংস্থা তাদের উৎসাহ দেখিয়েছে ৷ এফএসজি চাইছে নতুন শেয়ারহোল্ডাররা যেন লিভারপুলকে ক্লাব হিসেবে সর্বাগ্রে প্রাধান্য প্রদান করে ৷"

আরও পড়ুন:লাল-হলুদ সমর্থকদের আনন্দে ভেজা ছবিতে আপ্লুত কনস্ট্যান্টাইনরা

এফএসজি'র অধীনে গত 12 বছরে প্রশ্নাতীত সাফল্য ধরা দিয়েছে লিভারপুলের ক্যাবিনেটে ৷ গত কয়েকবছরে প্রিমিয়র লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, ইউরোপিয়ান সুপার কাপ- সবই জিতেছে 'রেডস' ৷ ক্লাবের নয়া স্টেকহোল্ডার হওয়ার দৌড়ে রয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি সংস্থাও ৷ সবাইকে পিছনে ফেলে মুকেশ অম্বানি অ্যানফিল্ডের মালিকানা ছিনিয়ে নিতে পারেন কি না, উত্তরের অপেক্ষায় ফুটবল জনতা ৷

ABOUT THE AUTHOR

...view details