মুম্বই, 13 নভেম্বর: মালিকানা হস্তান্তর হতে চলেছে প্রিমিয়র লিগ জায়ান্ট লিভারপুলের (Liverpool FC) ৷ 12 বছর দায়িত্ব সামলানোর পর রেডস'দের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চলেছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (Fenway Sports Group) ৷ সালাহ-ফিরমিনোদের ক্লাবের নয়া মালিক কে হবেন ? তা জানতে আগ্রহ তুঙ্গে ফুটবল জনতার ৷ এমতাবস্থায় 'দ্য মিরর'-এর (The Mirror) রিপোর্টে শোরগোল ৷ ব্রিটেনের দৈনিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, লিভারপুল কেনার দৌড়ে সামিল হয়েছেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি (Mukesh Ambani enters race to buy Liverpool FC) ৷
'দ্য মিরর' জানাচ্ছে, এফএসজি 4 বিলিয়ন ব্রিটিশ পাউন্ডে লিভারপুলের মালিকানা অন্যের হাতে সঁপে দেবে ৷ আর 19 বারের প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের মালিকানা পেতে নাকি নিলামপত্র তুলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ৷ ইতিমধ্যেই ক্লাবের নিলাম সম্পর্কিত যাবতীয় খোঁজখবর সেরে ফেলেছেন মুকেশ অম্বানি ৷ তবে বিষয়টি দিনের আলো দেখবে কি না, তা জানতে ধৈর্য ধরতে হবে লিভারপুল প্রেমীদের ৷