পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dhoni-Kapil Play Golf: একফ্রেমে দুই কিংবদন্তি, কপিলের টুর্নামেন্টে চুটিয়ে গলফ খেললেন ধোনি - Kapil Dev

কপিলদেব-গ্র্যান্ড থর্নটন (Kapil Dev-Grant Thornton Invitational Tournament) নামের ওই আমন্ত্রণমূলক টুর্নামেন্টের মঞ্চে একত্রে দেখা গেল ধোনি-কপিলদেবকে ৷ গলফের শট নেওয়ার ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইশ গজে ব্যাটিংয়ের মতোই নিখুঁত শট নিচ্ছেন মাহি । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে দেশকে ক্রিকেটে বিশ্বকাপ দেওয়া দুই প্রাক্তন অধিনায়কের গলফ খেলার ভিডিয়ো (MS Dhoni Shows Off His Golf Skills) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 2:19 PM IST

Updated : Oct 2, 2022, 6:03 AM IST

গুরগাঁও, 1 অক্টোবর: দুই কিংবদন্তি ৷ 28 বছরের ব্যবধানে দু'জনেই দেশকে বিশ্বকাপ দিয়েছেন ৷ কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছু পেরিয়ে দু'জনের পরিচয় এক ৷ দু'জনেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ৷ বাইশ গজে বহুদিন দুই তারকার শৈলী চাক্ষুষ করেছে ক্রিকেট বিশ্ব ৷ অবসর নেওয়ার পর গলফে মজেছিলেন কপিলদেব নিঁখাঞ্জ (Kapil Dev) ৷ বহুদিন ধরেই বিভিন্ন অপেশাদার টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি ৷ এবার একই ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ৷

শুক্রবার গুরগাঁওয়ে চলছিল একটি আমন্ত্রণমূলক গলফ টুর্নামেন্ট ৷ এটির নামকরণ হয়েছে স্বয়ং কপিলদেবের নামে ৷ কপিলদেব-গ্র্যান্ড থর্নটন (Kapil Dev-Grant Thornton Invitational Tournament) নামের ওই প্রতিযোগিতায় একত্রে দেখা গেল ধোনি-কপিলদেবকে ৷ ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করে কপিল লিখেছেন, "ক্রিকেটারেরা যখন গলফারে বদলে যায় ।"

হাতের 'অস্ত্র' বদলেছে ৷ কিন্তু অস্ত্রচালনার ধরন এতটুও টাল খায়নি (MS Dhoni tried his hands at the game of Golf) ৷ ধোনির গলফের শট নেওয়ার ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইশ গজে ব্যাটিংয়ের মতোই নিখুঁত শট নিচ্ছেন । যা নীল জার্সিতে মারা বিশাল ছয়গুলোর মনে করিয়ে দিচ্ছে ৷ সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে দেশের দুই প্রাক্তন অধিনায়কের গলফ খেলার ভিডিয়ো (MS Dhoni Shows Off His Golf Skills) ৷

কপিলদেব এবং ধোনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যারা ওডিআই ফর্ম্যাটে দেশকে বিশ্বকাপ দিয়েছেন । 1983 সালে হরিয়ানা হ্যারিকেনের নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্বসেরা হয় ৷ 2011 সালে ঘরের মাটিতে দেশকে দ্বিতীয় বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি । একই সঙ্গে ক্যাপ্টেন কুলের ঝুলিতে রয়েছে আরেকটি শিরোপা, 2007 সালের টি-20 বিশ্বকাপ ৷

আরও পড়ুন: ওঁর ডেপুটি হিসেবে কাটানো সময়ই সবচেয়ে স্পেশাল, এশিয়া কাপের আগে ধোনি বন্দনায় কোহলি

সেপ্টেম্বরের শুরুতেই কার্লোস আলকারাজ এবং জ্যানিক সিনারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্থার অ্যাশ স্টেডিয়ামের স্ট্যান্ডে দেখা গিয়েছিল দুই কিংবদন্তিকে ৷

Last Updated : Oct 2, 2022, 6:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details